স্টিমিটে এটা আমার প্রথম ব্লগ পোস্ট; এক নতুন অধ্যায় এর শুরু করলাম।
বিসমিল্লাহির রাহমানির রাহীম। শুরু করছি পরম করুনাময় মহান আল্লাহর নামে,যিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সবাইকে, যার ইশারায় চলে এই বিশ্ব মহা বিশ্ব সব কিছু, যেটা আপনি আমি চোখে দেখি সেটাও, যেটা খালি চোঁখে দেখিনা সেটাও। আজকে আমার এই লেখা গুলাও আল্লাহ চেয়েছেন তাই আপনি পড়তে পারছেন বা আপনার সামনে গেলো।তো এখানে দেখলাম অনেকেই অনেক কিছু লিখছে সব গুলায় পড়লাম সবার রেসপন্স ও দেখলাম দারুণ যা দেখে আমি সত্যিই অভিভূত। আর আমার তো লেখা লেখি অনেক ভালো লাগে তবে কোনোকিছুই প্রফেশনাল ভাবে গড়ে উঠতে পারি না তাই হইতো আমার লেখা লেখি সুপ্ত প্রতিভা জেগে উঠে না।
আর সব কিছু জেগে উঠার জন্য একটা সুযোগ লাগে যেমন ধরেন কিছু দিন আগের বাংলাদেশের ক্রাইসিস এর কথা তো দেশ বিদেশের কারো অজানা নয়। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশের ভেতর ফ্যাসিবাদের রাজত্ব করছিলো, মানুষকে মানুষ মনে করত না, তখন একজন সুস্থ স্বাভাবিক সাধারণ নাগরিক হিসেবে সবাই তাকে ঘৃণা করতে শুরু করেছিলো। ঠিক তখন ই যদি আপনি আমি তার বিরুদ্ধে কথা বলতাম বা লিখতাম তাহলে দেশের মানুষের সাপোর্ট পাইতাম। এটা শুধু বোঝানোর জন্য বললাম। কিছু কিছু সময় ঠিক এভাবেই নিজেকে তুলে ধরতে হয়। আর যদি সেরকম সুযোগ না পান তাহলে এমন কিছু লেখার বা করার চেষ্টা করা উচিত যেটা সবাই পছন্দ করবে বা পড়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। এসব লেখার একটাই কারন নিজেকে দেখা যাক কতটুকু ফুটিয়ে তোলা যায়।
আপনার কি মনে হয় আমি পারবো তো…?
জানাবেন আশা করি…...:)
আজকে এই পর্যন্তই পরবর্তীতে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মায়ের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন, দেশ প্রেমিক হবেন:)
আল্লাহ হাফেজ…....!!!