দূরে হৃদয় অন্তঃপুরে

in #steemit4 months ago (edited)

দূরে হৃদয় অন্তঃপুরে
রাখাল রাজা বাজায় বাঁশি
দূরে হৃদয় অন্তঃপুরে ;
ডাকে মাঘ নিশীথে অচিন পাখি
গভীর রাগিণী সুরে।
ক্ষুধায় প্রেম সরোবর
জলের আঁচড় ঢেউ তুলে ;
দু'জন মনে একান্ত কামনায়
সাঁতার কাটে রাত
স্পর্শে অবিরাম ;
রাত্রি অঝোর ঝরে পড়ে।

কুমকুম দত্ত

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.25
JST 0.040
BTC 95215.19
ETH 3331.40
SBD 7.10