steemit টিপস & ট্রিক্স -কিভাবে পোস্ট প্রোমোশন করতে হয়

in #steemit6 years ago

tips & tricks.png

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে পোস্টে ইনভেস্ট করে ভোট কিনতে হয়।
মুলত ভোট কেনা সিস্টেমটি steemit.com থেকে অফিসিয়াল ভাবে পরিচালিত নয়। এটি একটি বাক্তিগত বা টিম সাপোর্ট বাবস্থা। তাহলে কেন অনেকে ই বিনিয়োগ করে? কারন বিনিয়োগের মাধ্যমে প্রথমত reputation বৃদ্ধি পায়, steem dollar আয় করা যায়, steem power বৃদ্ধি পায়।তবে কিছু ব্লগার আছেন যারা শুধু ইনভেস্ট ই করতেছেন, তারা দায়সারা ভাবে পোস্ট পাবলিশ করেন পোস্ট মানসম্মত হচ্ছে কিনা সে দিকে খেয়াল করেন না।ভাল মানের আর্টিকেল না হলে যেদিন থেকে ইনভেস্ট বন্ধ করবেন দেখবেন আপনার পোস্টে উল্লেখযোগ্য তেমন ভোট নাই, ইনকাম ও নাই। অতএব আমি বাক্তিগত ভাবে মনে করি আপনি ভাল আর্টিকেল লিখলে রিয়াল ব্লগাররা রেগুলার আপনার ফলোয়ার হবে, নিয়মিত ব্লগ পড়বে, আর এমনিতেই ধীরে ধীরে সেখান থেকে আরনিং হবে।তাহলে চলুন দেখে নেই কিভাবে আপনি প্রথম বিনিয়োগ করবেন।

পোস্ট করার পর আলাদা দুইটি ট্যাবে আপনার steemit আইডি ওপেন করবেন, একটি ট্যাবে আপনার পোস্টটি ওপেন করবেন, দ্বিতীয় ট্যাবে আপনার ওয়ালেট ওপেন করবেন নিচের ইমেজের মত।
Screenshot_10.png

আপনার steem dollar এর পাশে অ্যারো তে ক্লিক করলে ছোট একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, প্রথমে ই Transfer আছে ,Transfer এ ক্লিক করবেন নিচের ইমেজের মত।
Screenshot_11.png
এর পর আরেকটি নতুন পপআপ উইন্ডো আসবে যে আইডিতে/বট এ ইনভেস্ট করতে চান To লেখা ঘরে সেই আইডিতে/বট এর নাম দিন। Amount এর ঘরে কত ইনভেস্ট করবেন সেই আমাউন্ট দিন এবং মেমো র ঘরে যে পোস্টে ইনভেস্ট করতে চান সেই পোষ্টের লিংক কপি করে পেস্ট করুন।এর পর Next এ ক্লিক করুন নিচের ইমেজের মত।
Screenshot_12.png
এরপর আরেকটি নতুন পপআপ উইন্ডো আসবে Confirm Transfer নামে সেখানে আপনি কাকে ইনভেস্ট করতেছেন, কত ইনভেস্ট করতেছেন কোন পোস্টে ইনভেস্ট করতেছেন ইত্যাদি দেখাবে এবং আপনি সিওর রাজি কিনা কনফার্ম করতে বলবে সব ঠিক থাকলে এবার ok বাটন এ ক্লিক করবেন।
Screenshot_13.png
এরপর আরেকটি নতুন পপআপ উইন্ডো আসবে sing to complete transfer ঘরে আপনার পাসওয়ার্ড দিন এরপর sing in এ ক্লিক করুন। এখন আপনার পোস্ট প্রোমোশন কার্যক্রমটি সফল হয়েছে। আশা করি এরপর আর কোন সমস্যা হওয়ার কথা না । তারপর ও যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করলে উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্‌। steemit সম্পর্কে প্রতিদিন নতুন নতুন টিপস & ট্রিক্স পেতে সাথেই থাকুন।
creative idea,steemit.gif

animasi-bergerak-terima-kasih-0164.gif

Sort:  

sob tik ace kintu apni kintu vot paccen na
apnar lika ki tahole man sommoto na?

ভাই এটা আমার ২য় আইডি এখানে এই প্রথম বাংলাতে লেখার চেষ্টা করছি কিন্তু কোথাও শেয়ার করি নাই। বা ভোট দেয়ার নেয়ার চেষ্টা করি নাই, তাছাড়া এটা বাংলায় লেখা । আপনি ই তো ভোট দিলেন না।

Congratulations @d-community! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Do not miss the last post from @steemitboard:

Are you a DrugWars early adopter? Benvenuto in famiglia!
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 93111.77
ETH 3319.42
USDT 1.00
SBD 1.64