চলুন সবাই প্রোগ্রাম কি প্রোগ্রাম কি ভাবে কাজ করে আমরা জানবো।

in #steemit8 months ago

আস-সালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি সবাই তেমন ভালো নেই কারন আশে পাশে প্রচুর গরম । আমাদের আশে পাশে এবং কি আমাদের এলাকায় প্রচুর গরম। এই গরমে কিছু করতে মন চাই না, তাও একটু লিখতে বসে পড়লাম, আসলো প্রোগ্রাম কি? প্রোগ্রাম বলতে আমরা বুজে থাকি যে ব্যক্তি কোন নির্দিষ্ট সমস্যা-সমাধানের জন্য ধারাবাহিকভাবে নির্দেশাবলীর সমন্বয়ে প্রোগ্রাম লিখেন তাকে প্রোগ্রাম বলে। কম্পিউটারের ভাষায় কম্পিউটার প্রোগ্রাম কি কম্পিউটার প্রোগ্রাম হলো,( সফটওয়্যার প্রোগ্রাম বা শুধু প্রোগ্রাম) হচ্ছে কম্পিউটারের জন্য তৈরীকৃত নির্দেশমালা। কম্পিউটার এই নির্দেশ গুলোই নির্বাহ বা সম্পাদনা করে। কম্পিউটার প্রোগ্রামারগণ প্রোগ্রাম লিখে থাকেন। প্রোগ্রাম লেখা হয় প্রোগ্রামিং ভাষায়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 82997.62
ETH 1949.95
USDT 1.00
SBD 0.78