শুধু অভিজ্ঞতা আর জ্ঞান অর্জনের জন্য তোমাকে বলবো

in #steemit7 years ago

আমি আসলে কাউকে লেখাপড়ার জন্য ইন্সপিরেশন দেইনা, কখনো দেইওনি।
আমাদের দেশের সিস্টেমে জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া করা হয়না,
লেখাপড়া হয়, শেষ বয়সে পেনশনের টাকায় আরামসে বসে খাওয়ার জন্য।

বরং আমি শুধু অভিজ্ঞতা আর জ্ঞান অর্জনের জন্য তোমাকে বলবো।

৫-৬ বছরের বাচ্চাদের যেদিন বিষয় ভিত্তিক টিউটর লাগবে না, মাধ্যমিক পাস করার জন্য যেদিন কোচিং সেন্টারগুলোতে ছুটতে হবেনা, যেদিন গাধার মতো ব্যাগভর্তি বই নিয়ে ঝুঁকে ঝুঁকে হাটতে হবেনা,
সেদিন বুঝে নিবো অন্তত একটা জেনারেশন জ্ঞান অর্জনের জন্য পড়েছিলো, তাই নরকসম এই সিস্টেম চেঞ্জ হয়েছে।

এই স্বপ্ন আমি দেখি....

তাই পড়বা ঠিক আছে তবে জানার জন্য পড়ো, এক্সাম হলে বমি করার জন্য নয়।

যারা ভালো রেজাল্ট করেছো তাদের অভিনন্দন আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে,
(কোন রেজাল্টই খারাপ না এমনকি ফেইলও)
তাদের বলছি-
অভিজ্ঞতা অর্জন করো এইসময় থেকে।
অভিজ্ঞতা অর্জনটা যদি সঠিক হয়, দিনশেষে তুমিই জিতবে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 106136.38
ETH 3327.24
SBD 4.43