আপনার PUBG / Free Fire আইডি হারাচ্ছে না তো?

in #steemit2 years ago (edited)

সতর্ক বার্তা - যারা বিভিন্ন গেম খেলেন তাদের জন্য 🎮

অনেকেই আছে যারা পাবজি অথবা ফ্রী ফায়ার গেম খেলেন, কিন্তু এই ভুল গুলো আপনারা কখনোই করবেন না তাহলে আপনি আপনার আইডি হারাবেন।

১) আপনি কারো দেওয়া লিংকে কখনো ক্লিক করবেন না√

২) কারো দেওয়া লিংক এ গিয়ে কখনো আপনার আইডি লগ-ইন করবেন না√

৩) কারো কথায় কখনো আপনার আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন না√

৪) আপনার আইডি তে সমস্যা হয়েছে তা ঠিক করার জন্য কারো কাছে আপনার আইডির পাসওয়ার্ড এবং নাম্বার অথবা জিমেইল শেয়ার করবেন না √

৫) কারো দেওয়া লিংক আপনার মনে হবে ভেরিফাড কিন্তু কখনো তাতে ক্লিক করবেন না এবং আপনার তথ্য প্রদান করে লগইন করবেন না। √√

KHULNA (14).png

ঘটনা :

আমার এক ছোট ভাই অনেক কস্টে তার গেমস এর আইডি দার করিয়েছে।
সে প্রতিদিন একটা ছেলের সাথে গেমস খেলে কিন্তু একটা সময় ২ জনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।
ছেলেটি সুজগ এর অপেক্ষায় থাকে। সুজগ পাওয়া মাত্র বলে যে নতুন ইভেন্ট আসছে। তুমি ক্লেইম করে নাও। তারপর সে তার কথায় বিশ্বাস করে তার দেওয়া লিংক এ ক্লিক করে লগইন করে এবং ক্লেইম এ ক্লিক করে।
সাথে সাথে তার আইডি চলে জায় তার কাছে এবং সে সাথে সাথে ফেসবুক এর পাসওয়ার্ড এবং নাম্বার চেঞ্জ করে ফেলে।
ঘটনা এখানেই শেষ নয়।
সে তার কাছে দবি করে ১০০০ টাকা বলে সে যদি তাকে ১ হাজার টাকা দেয় তাহলে তার আইডি ফেরত দিয়ে দিবে তারপর ভাইটি হতাস হয়ে পড়ে এতো বছর ধরে আইডি টি বানানো, এভাবে চলে গেলো৷ তারপর বাধ্য হয়ে তাকে বিকাশ এর মাধ্যমে ১ হাজার টাকা দেয়। তারপর তাকে ব্লক করে দেয়। এখানে আইডিও হারালো এবং টাকাও। এখন ভাইটির অবস্থা অনেক খারাপ তাই সে কি করবে বুঝতে পারছে না।
তাই সবাই কে বিশ্বাস করে আপনার আইডি পাসওয়ার্ড দিবেন না এবং আপনি সবসময় সেইভে থাকার চেস্টা করবেন। ধন্যবাদ।

মন্তব্য :

আমার উক্ত কথাগুলো সত্য তাই কেউ অবহেলা করবেন না এবং আপনার নিরাপত্তা আপনর উপর। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.037
BTC 98337.34
ETH 3416.22
USDT 1.00
SBD 3.42