'গোকু' কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। গতকাল একটি কার্টুনের আর্ট তৈরি করেছিলাম। এই কার্টুনটি মনে হয় অনেকে দেখেছেন, কারণ এটি কিন্তু আগে টিভিতে খুবই জনপ্রিয় ছিল, এখন আরো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন মাধ্যমে। এই যে কার্টুনটির চিত্র অঙ্কন করেছি, এটির নাম হলো 'গোকু'। এই গোকু চরিত্রের যত অভিনয় আছে তাতে এ হলো একজন মুখ্য নায়কের ভূমিকায় থাকে। আর টিভির পর্দায় এখন এগুলো সিরিজ বেস ছাড়াও মুভি আকারে বের হয়েছে। মূলত এটি একটি জাপানিজ ভাষায় রচিত কাল্পনিক কাহিনী, কিন্তু এগুলো বর্তমানে বিভিন্ন ভাষায় ডাবিং বের হয়েছে, ফলে ওয়ার্ল্ডওয়াইড-এ একটা বিশাল জায়গা জুড়ে অবস্থান করছে। তাছাড়া এইসবের এখন বিভিন্ন উপায়ে গেমিং এর মাধ্যমেও চলছে। বাচ্চারা কিন্তু এইসব কার্টুন চরিত্রের প্রতি এখন খুবই আকর্ষিত হয়, আমরাও যেমন ছোট বেলায় এইসব দেখার জন্য এক প্রকার পাগল ছিলাম। যাইহোক, হঠাৎ এই গোকু এর একটা চিত্র আমি গতকাল দেখছিলাম এবং ভাবলাম এটাকে অঙ্কন করার চেষ্টা করি। আর সেইভাবে ব্যাস এটাকে তৈরি করে ফেললাম, আশা করি এই কার্টুনটির চিত্র আপনাদের কাছেও ভালো লাগবে।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
স্কেচ পেন
কালার পেন্সিল
রাবার

❦এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, কার্টুন এর মতো দেখতে একটা মুখমন্ডল সম্পূর্ণ এঁকে দিয়েছিলাম এবং পরে মাথার দিকে চুল এঁকে দিয়েছিলাম, যেমনটা কার্টুনের মতো দেখতে লাগে।

➤দ্বিতীয় ধাপে, গলার দিক থেকে এঁকে সম্পন্ন করার পরে বডির এক পাশে অঙ্কন করে নিয়েছিলাম এবং মাশেল সম্পন্ন একটি হাত এঁকে দিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে, বডির অন্য পাশেও একইভাবে আরেকটি হাত অঙ্কন করে পোশাকের শেপ দিয়ে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, হাতের নিচের থেকে বডির বাকি অংশটা পুরোপুরি এঁকে একইভাবে পোশাকের শেপ দিয়ে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, পেন্সিল দিয়ে অঙ্কন করার পরে স্কেচ পেন দিয়ে কালী করে দিয়েছিলাম সমস্ত অংশে।

➤ষষ্ঠ ধাপে, মাথার চুলগুলো কালার করে দিয়েছিলাম।

➤সপ্তম ধাপে, মুখমন্ডল থেকে বডি এবং হাতের দিকটা কালার করে দিয়েছিলাম।

➤অষ্টম ধাপে, পোশাকের হাফ অংশ কালার করে দিয়েছিলাম।

➤নবম ধাপে, পোশাকের বাকি অংশটা কালার করে দিয়ে অঙ্কনটি পুরোপুরি এখানে সম্পন্ন করে দিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দাদা আপনি আপনার অংকনের মাধ্যমে জনপ্রিয় একটি কার্টুন চরিত্র তুলে ধরেছেন দেখে সত্যিই ভালো লাগলো।"গোকু" নামক কার্টুন চরিত্রটির সাথে যদিও আমি পরিচিত নই। তবে প্রথমবার এই কার্টুন চরিত্রটিকে দেখে অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমিও কার্টুন দেখতে অনেক পছন্দ করতাম। তবে এই কার্টুন সিরিজ দেখা হয়নি। সব বাচ্চারা সময় কার্টুন দেখতে পছন্দ করে। তাইতো নতুন নতুন কার্টুন আসলে বড়রাও সেই সুযোগে দেখে নিতে পারে। মাঝে মাঝে তো কার্টুন দেখতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে দাদা। "গোকু" নামক কার্টুন চরিত্রটিকে আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে চোখ ফেরাতে পারছি না। আপনি যা কিছুই আর্ট করেন সবকিছু নিখুঁত ভাবে করার চেষ্টা করেন। আসলে এতটা নিখুঁতভাবে কোন কিছু উপস্থাপন করা একজন দক্ষ চিত্রশিল্পীর পক্ষেই সম্ভব। দাদা আপনার অংকন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। দারুন একটি কার্টুন চরিত্র অংকন করে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 2 years ago 

দাদা আপনি তো দেখছি গতকালকে গোকু এর একটা চিত্র দেখে চিত্রটা অঙ্কন করতে বসে পড়েছিলেন। গোকু কার্টুনটি আমি আগে দেখতাম মাঝে মাঝে। যদিও এরকম কার্টুন গুলোর প্রতি আমার আকর্ষণ তেমন একটা ছিল না, তবে মাঝে মাঝে ছোটরা দেখার সময় এমনিতেই দেখতাম। এই কার্টুনটির নাম যে গোকু এটা জানতাম না। আপনি কালারটাও অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দাদা। দাদা আপনার করা এরকম আর্ট গুলো দেখলে সত্যি আমি তো চোখ ফেরাতে পারি না। ওর চুল গুলো দেখছি অনেক সুন্দর করে কালার করলেন। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর্টটি সম্পূর্ণ করেছেন। সব মিলিয়ে আপনার আর্টের দিকে আমি এক নজরে তাকিয়ে ছিলাম। অসম্ভব সুন্দর হয়েছে আপনার করা এই সম্পূর্ণ চিত্রাংকন টি। যে কেউ দেখলে সত্যি অনেক বেশি মুগ্ধ হবে দাদা। তবে দাদা এটা বলতেই হচ্ছে, আপনার আর্টের হাত কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর। আপনি প্রত্যেকটা কাজ অনেক সুন্দর ভাবে করার চেষ্টা করেন এই বিষয়টা আমার খুব ভালো লাগে। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসা যত করব আমার মনে হয় ততই কম হবে। এরকম আর্ট পরবর্তীতে ও দেখতে চাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গোকু কার্টুনের বডি শেপ আপনি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন। আপনার আর্ট এর হাতের প্রশংসা করতে হয়। অসাধারণ চিত্র প্রদর্শন করেছেন। আপনার কাছে থেকে এমন সুন্দর সুন্দর কার্টুন চিত্র প্রায় পাই। আসলেই অনেক ভালো লাগে ভাইয়া।

 2 years ago 

দাদা আপনার করা গোকু কার্টুনের চিত্রাংকন দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমি তো এরকম কার্টুন গুলো প্রচুর দেখতাম আগে। আসলে দাদা এরকম কার্টুন গুলো দেখার মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ রয়েছে। গোকু কার্টুনটি আমার অনেক বেশি ফেভারিট ছিল। আর আমি তো আগে বেশিরভাগ সময় এই কার্টুনটি দেখতাম। মোবাইলে বিভিন্ন ধরনের গেমস এর মধ্যেও কিন্তু এই কার্টুনগুলো দেখা যায়। আপনি অনেক বেশি নিখুঁতভাবে এটি অংকন করেছেন দাদা। এই ধরনের কাজ করতে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রয়োজন হয়। আর সৃজনশীলতা নিয়ে কাজ করতে এমনিতেই খুব ভালো লাগে। কার্টুনের শরীরের কালার, পোশাকের কালার এবং চুলের কালার অনেক সুন্দর করে করেছেন দাদা। দাদা আমি আর কি বলবো, আপনার করা আর্ট গুলো আমি যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। যাইহোক দাদা আপনার দক্ষতা এবং ক্রিয়েটিভিটির প্রশংসা কিন্তু করতে হয়।

 2 years ago 

দাদা আপনার গোকু কার্টুনের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম।যদিও এই কার্টুন আমার দেখা হয়নি।আমি কার্টুন দেখতে ভীষণ পছন্দ করি।এখনও সুযোগ পেলেই দেখি।ছেলে বলে,মামনি তুমি ও কার্টুন দেখো?? কি করে বোঝাই আমি ছেলেকে আমার কার্টুন খুবই ভালো লাগে।আমি ছেলেবেলা থান্ডার ক্যাটস কার্টুন দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম।এরপর তো কতো কার্টুন এলো।আপনার আর্ট দেখে সেই কার্টুনের কথা মনে পড়ে গেলো।আপনি খুব সুন্দর আঁকেন তা আর কি বলবো।তবে সব আাঁকাতেই এতো পারদর্শিতা সত্যি খুব ভালো লাগলো।আপনার কালার কম্বিনেশন ও খুব ভালো।ধন্যবাদ দাদা সুন্দর এই আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমি এই কার্টুন দেখেছি কিন্তু এর সম্পর্কে এত কিছু জানা ছিল না। আপনার পোস্ট পড়ে আজ অনেক কিছু জানতে পারলাম। ঠিক বলেছেন দাদা বাচ্চারা এই ধরনের কার্টুন দেখার জন্য পাগল। আপনি গতকাল এই কার্টুন দেখতে গিয়ে সেখান থেকে ধারণা নিয়ে খুব সুন্দর ভাবে এঁকে নিলেন। আমি সারাদিন দেখলেও এই আর্ট করতে পারবো না। মাথার চুল গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম টিভিতে যেমন দেখি ঠিক তেমনি। আপনার কালার করা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এভাবে ফ্রেশ ভাবে আমি একদমই কালার করতে পারিনা। ধন্যবাদ দাদা সবসময় আমাদের সাথে এত সুন্দর ও ইউনিক আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা যদিও জনপ্রিয় এই কাটুনটি আমার দেখা হয়নি। কিন্তু আপনার অংকন করা কার্টুনটি দেখে বুঝাই যাচ্ছে বেশ সুন্দর ছিল। কাটুন কি অংকন করতে অবশ্যই বেশ সময় প্রয়োজন হয়েছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন দাদা।

 2 years ago 

গোকু কার্টুনের চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে, দাদা আপনার চিত্র অংকন যতো দেখি ততোই ভালো লাগে। আজকের চিত্র অংকন অসাধারণ হয়েছে।

 2 years ago 

দাদা আপনি যদি এখন বলেন আমার সবচেয়ে ফেভারিট কার্টুন কোনটি, তাহলে আমি তো বলব গোকু কার্টুনটি আমার অনেক বেশি ফেভারিট। আগে তো আমি সব সময় এই কার্টুনটি দেখে থাকতাম। এখনো মাঝে মাঝে রাত্রিবেলায় সময় পেলে এই কাটুনটা কিছুক্ষণের জন্য দেখি। আপনি তো দেখছি অনেক সুন্দর করে গোকু কার্টুনটির চিত্রাঙ্কন করেছেন দাদা। গোকুকে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে এটা না বলে থাকতে পারলাম না। তবে যাই বলুন না কেন আমি তো প্রথমে ভেবেছিলাম একটি হয়তো আপনি মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়েছেন। পরে আপনার টাইটেল দেখেই বুঝতে পেরেছি আপনি কার্টুনের আর্ট করেছেন। কার্টুন টি যেভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার তো মনে হয় তার অনেক বেশি পছন্দ হয়েছে আমাকে। হি হি হি। তবে যাই হোক দাদা সব মিলিয়ে কিন্তু অনেক কিউট কার্টুনটি অঙ্কন করে খুব সুন্দর ভাবে সম্পূর্ণ আর্ট করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96328.68
ETH 2809.86
SBD 0.67