RE: 'গোকু' কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা আপনি আপনার অংকনের মাধ্যমে জনপ্রিয় একটি কার্টুন চরিত্র তুলে ধরেছেন দেখে সত্যিই ভালো লাগলো।"গোকু" নামক কার্টুন চরিত্রটির সাথে যদিও আমি পরিচিত নই। তবে প্রথমবার এই কার্টুন চরিত্রটিকে দেখে অনেক ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমিও কার্টুন দেখতে অনেক পছন্দ করতাম। তবে এই কার্টুন সিরিজ দেখা হয়নি। সব বাচ্চারা সময় কার্টুন দেখতে পছন্দ করে। তাইতো নতুন নতুন কার্টুন আসলে বড়রাও সেই সুযোগে দেখে নিতে পারে। মাঝে মাঝে তো কার্টুন দেখতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে দাদা। "গোকু" নামক কার্টুন চরিত্রটিকে আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে চোখ ফেরাতে পারছি না। আপনি যা কিছুই আর্ট করেন সবকিছু নিখুঁত ভাবে করার চেষ্টা করেন। আসলে এতটা নিখুঁতভাবে কোন কিছু উপস্থাপন করা একজন দক্ষ চিত্রশিল্পীর পক্ষেই সম্ভব। দাদা আপনার অংকন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। দারুন একটি কার্টুন চরিত্র অংকন করে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।