Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game

in #steemexclusive2 years ago (edited)

আসসালামু-আলাইকুম

আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।মহান সৃষ্টিকর্তার রহমতে এবং সকলের দোয়ায় আমি ও ভালো আছি।আজ আমি উপস্থাপন করতে যাচ্ছি আমার ডায়েরি।

তারিখঃ১৯ - ০৭ - ২০২২
রোজঃমঙ্গলবার।

সকাল

সকালে উঠে খাওয়া করলাম।খাওয়া শেষে গোসল করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম।রাস্তায় বন্ধুদের সাথে একত্রিত হয়ে গেলাম কলেজে। কলেজে বন্ধুরা মিলে অনেক দিন পরে আড্ডা দিলাম কলেজে।স্যারদের সাথে কথা বলে চলে আসলাম নতুন বাজারের উদ্দেশ্যে।
IMG_20220719_130842.jpg
location:MW38+WF5 Parbatipur
চা পান করলাম সকলে মিলে।

IMG_20220719_125320.jpg
location:MW38+J8Q Parbatipur
তার পরে বাসায় আসার আগে যাই পার্বতীপুরের সনামধন্য মুড়ি মাখা খাই।

দুপুর

IMG_20220707_120404.jpg
location:MVR4+2V6 Digharan
বাসায় এসে বাজারে টিসিবির পন্য বিতরন দেখতে পাই।

বিকাল

IMG_20220706_184654.jpg
location:MVG2+5W7 Digharan
কিছু দিন থেকে বিকাল বেলা ফুটবল খেলছিলাম,আজ ভালো না লাগায় বাহিরে ঘুরতে গেছিলাম ভাইদের সাথে।আকাশের অপরুপ দৃশ্য দেখে তা নিজের সাথে যুক্ত করার ছোট প্রচেষ্টা চালাই।

রাত

Screenshot_20220623-232708.png
location:MVJ4+47V Digharan
রাতে ঘুমানোর আগে মোবাইল নিয়ে শুয়ে পড়ি,একটা তামিল মুভি ছিল তা দেখি বেশ ভালোই লাগে আমার।
দেখা শেষ করে ঘুমিয়ে পরি।

আজকেন ডায়রি এতটুকুই ছিল।সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি
@badsha1
@farahikram
@yachi1
@efotagodstime
@nellita66.
সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101219.88
ETH 3702.91
USDT 1.00
SBD 3.18