আমার নিত্যদিনের কাজকর্ম।
প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আল্লাহর নাম নিয়ে আমার কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকালে কারখানায় যাবার পর থেকে বিকেল পর্যন্ত আজকে সারাদিন আমি আমার ব্যবসার কাজে খুব ব্যস্ত সময় পাড় করেছি। আজকে আমি একটি কার্টুনের গাড়ি লোড দিয়েছি। আমার কারখানা থেকে গাড়িটি লোড দিয়ে আমি রংপুরে অবস্থিত ভাই ভাই পেপারস লিমিটেড নামে একটি কারখানায় গাড়িটি পাঠিয়েছি।
এই শীতের সকালে আমার কারখানার লেবাররা কাজে চলে এসেছে। তাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল তারা খুব সকালে গিয়ে গাড়ি লোডের কাজ শুরু করে দিয়েছে। আমি সেখানে গিয়ে তাদেরকে কিছু কাজ দেখিয়ে দিয়েছিলাম। এরপর আমি আমার অফিসে গিয়ে আমার ব্যবসাহিক হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত সময় পার করছিলাম। আমার কারখানার ম্যানেজার শ্রমিকদেরকে নিয়ে কাজ করছিল।
আমি দুপুরের লাঞ্চ শেষ করে ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকের কাজ শেষ করে আমার পাটি পত্রদের সাথে দেখা করেছি তাদের সাথে ব্যবসাহিক কিছু আলাপ চারিতা করেছি। এরপর আমি আমার কারখানায় ফিরে আসলাম। ফিরে এসে দেখি আমার গাড়ি লোড শেষ হয়ে গিয়েছে। শ্রমিকরা গাড়িটি সুন্দর করে বেঁধে গাড়িটি কারখানায় যাবার মত প্রস্তুত করে রেখেছে। এরপর গাড়ির ড্রাইভার এসে গাড়িটি রংপুরে কারখানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
Upvoted! Thank you for supporting witness @jswit.