আমার ব্যবসা প্রতিষ্ঠান। তারিখ: ০১-০২-২০২৫

আসসালামুআলাইকুম

আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভাল আছেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য আমার কারখানায় যাবো। এখন শীতের সকাল খুব একটা বেশি কুয়াশা পড়ছে না। কুয়াশা না পড়ার ফলে শীত তুলনামূলক অনেক কম। বাসা থেকে বাইক চালিয়ে সোজা আমার কারখানায় চলে আসলাম।

IMG_4878.jpeg

বাড়ি থেকে কারখানায় পৌঁছাতে আমার দশ মিনিট মতো সময় লেগেছে। আজকেও আমি একটি গাড়ি লোড করছি। আমি এসে দেখি আমার কারখানা শ্রমিকরা সবাই কাজে ব্যস্ত। তারা তাদের মত করে কাজ করছে। আজকে আমি যে মালের গাড়ি লোড করছি সেটি হচ্ছে প্লাস্টিক। এই মালগুলো ঢাকায় অবস্থিত ইসলামবাগ এলাকায় যাবে। কাজ করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে।

IMG_4879.jpeg

আমি আজকে হোটেলে দুপুরের খাবার খেয়েছি এবং আমার শ্রমিকদের জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছি। আমার কারখানার শ্রমিকেরা সবাই একসাথে বসে দুপুরের খাওয়া-দাওয়া করল। খাওয়া-দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার কাজে লেগে পরলো। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি চলে এসেছে। ড্রাইভার সুন্দর করে গাড়িটি লোড পয়েন্টে লাগিয়ে দিল। এখন কারখানার শ্রমিকরা গাড়ি লোড নিয়ে ব্যস্ত রয়েছে।

IMG_4881.jpeg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকাল অন্য কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 84888.97
ETH 1655.21
USDT 1.00
SBD 0.76