আমি ও আমার প্রথম পরিচয়
আসসালামু আলাইকুম,
হ্যালো, স্টিমিয়ান বন্ধুরা, কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।
আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমি নিজেকে নতুন স্টিমিয়ান সদস্য হিসাবে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি।
আমার পরিচয়
আমি মোঃ নায়েব আলী।
ঠিকানা-
লেবু ম্যানশন,
বাড়ি নং 0৩,
মাস্টারপাড়া,
মহেশপুর রোড,
বিশলা,
ভেন্ডাবাড়ি,
পীরগঞ্জ,
রংপুর,
বাংলাদেশ।
পেশা
সহকারী শিক্ষক (গণিত),
নিধিরামপুর গার্লস স্কুল,
মিঠাপুকুর,
রংপুর,বাংলাদেশ।
প্রাথমিক চিকিৎসক (গ্রামীণ চিকিৎসক) -এলএমএএফ,
চেম্বার-
জাকের মার্কেট,
ডিগ্রি কলেজ রোড,
দোকান নং -৬৭৬০
ভেন্ডাবাড়ি,
পীরগঞ্জ,
রংপুর।
একজন ইউটিউবার
আমার পাঁচটি ইউটিউব চ্যানেল রয়েছে।
একটির নগদীকরণ বা মনিটাইজেশন পেয়েছি।
আমি কয়েক দিনের মধ্যে আরও একটির নগদীকরণ বা মনিটাইজেশন পেয়ে যাব।
বাকী তিনটির পরে মনিটাইজেশন পাওয়া যাবে।
আপনি দেখতে চাইলে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে দেখতে পারেন।
আমি একজন ব্লগার ও ওয়েবসাইট ডিজাইনার। আমার এডসেন্স এপ্রুভ হওয়া দুটি ওয়েবসাইট আছে। পারলে ভিজিট করে আসতে পারেন।
ওয়েবসাইট লিঙ্ক
ছবি সংগ্রহ
ক্যাপশন | এন্ড্রোয়েড ফোন ক্যামেরা |
---|---|
ফোনের নাম | সিম্ফনি |
মডেল | জেড২৫ |
লোকেশন | লেবু ম্যানশন,ভেন্ডাবাড়ী, রংপুর,বাংলাদেশ |
ছবি ধারণকারী | নুসরাত জাহান নীমু(মেয়ে) |
তারিখ | ২৬/০৭/২০২১ |
সময় | সকাল ৯ঃ৩০ ঘটিকায় |
তো বন্ধুরা এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে-
@lebutechnosteem
"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।
ধন্যবাদ ভাই
প্রথমে এই কমিউনিটিতে আপনি আপনার একটি পরিচিতিমূলক পোস্ট করুন।
ঠিক আছে ভাই