আমি ও আমার প্রথম পরিচয়

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম,

হ্যালো, স্টিমিয়ান বন্ধুরা, কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভাল আছেন।
আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আমি নিজেকে নতুন স্টিমিয়ান সদস্য হিসাবে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি।

IMG_20210726_101717.jpgLocation

আমার পরিচয়

আমি মোঃ নায়েব আলী।

ঠিকানা-

লেবু ম্যানশন,
বাড়ি নং 0৩,
মাস্টারপাড়া,
মহেশপুর রোড,
বিশলা,
ভেন্ডাবাড়ি,
পীরগঞ্জ,
রংপুর,
বাংলাদেশ।

IMG_20210619_150449.jpgLocation

পেশা

সহকারী শিক্ষক (গণিত),
নিধিরামপুর গার্লস স্কুল,
মিঠাপুকুর,
রংপুর,বাংলাদেশ।

প্রাথমিক চিকিৎসক (গ্রামীণ চিকিৎসক) -এলএমএএফ,

চেম্বার-
জাকের মার্কেট,
ডিগ্রি কলেজ রোড,
দোকান নং -৬৭৬০
ভেন্ডাবাড়ি,
পীরগঞ্জ,
রংপুর।

IMG_20210618_141108.jpgLocation

একজন ইউটিউবার

আমার পাঁচটি ইউটিউব চ্যানেল রয়েছে।
একটির নগদীকরণ বা মনিটাইজেশন পেয়েছি।

আমি কয়েক দিনের মধ্যে আরও একটির নগদীকরণ বা মনিটাইজেশন পেয়ে যাব।

বাকী তিনটির পরে মনিটাইজেশন পাওয়া যাবে।

আপনি দেখতে চাইলে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে দেখতে পারেন।

Laugh Trapped-N

Lebu-Techno Bangla

Doctors-Tips Bangla

Online Class Room-NGS

MNA-AUDIO LIBRARY

আমি একজন ব্লগার ও ওয়েবসাইট ডিজাইনার। আমার এডসেন্স এপ্রুভ হওয়া দুটি ওয়েবসাইট আছে। পারলে ভিজিট করে আসতে পারেন।

ওয়েবসাইট লিঙ্ক

Lebutechnobangla

Channelnbanglanews

ছবি সংগ্রহ

ক্যাপশনএন্ড্রোয়েড ফোন ক্যামেরা
ফোনের নামসিম্ফনি
মডেলজেড২৫
লোকেশনলেবু ম্যানশন,ভেন্ডাবাড়ী, রংপুর,বাংলাদেশ
ছবি ধারণকারীনুসরাত জাহান নীমু(মেয়ে)
তারিখ২৬/০৭/২০২১
সময়সকাল ৯ঃ৩০ ঘটিকায়

তো বন্ধুরা এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে-
@lebutechnosteem

Sort:  
 4 years ago 

"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।

 4 years ago 

ধন্যবাদ ভাই

 4 years ago 

প্রথমে এই কমিউনিটিতে আপনি আপনার একটি পরিচিতিমূলক পোস্ট করুন।

 4 years ago 

ঠিক আছে ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95730.82
ETH 2731.31
SBD 0.68