Winter Blanket for Street People (শীতের কম্বল বিতরণ) || Our winter Project Report 2021

in #steemexclusive3 years ago

অনেক দেরি করে পোস্ট করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে পোস্ট লিখার সময় হয়ে উঠছিলোনা। তো চলুন শুরু করা যাক।

Purple Creative Careful Charity Day Recap Random Acts Of Kindness Day Instagram Post.png

Made with Canva Pro

এ বছর আমাদের দেশে শীতের প্রবণতা ছিল অনেক বেশি। রাস্তাঘাটে অসহায় মানুষ শীতের প্রবল দাপটে অনেক কষ্ট করেছে। এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা এই বছর কম্বল বিতরনের পরিকল্পনা করি। আমরা পূর্বেই ঠিক করে রেখেছিলাম এই বছর ও আমরা কম্বল বিতরণ করব।

সময় ঘনিয়ে আসছে আমরা শীতের মাঝামাঝি সময়ে ঠিক করি কম্বল বিতরণের জন্য, যেই ভাবা সেই কাজ আমরা সময়মতো আমাদের সব কাজ গুলো করে ফেলি, কম্বল কিনতে যাওয়ার দায়িত্ব ছিল আমাদের তিন বন্ধুর, এবং বাকি চারজন কয়েক ঘন্টা পরে আমাদের সাথে যুক্ত হবে। মোট সাতজন আমরা ঐদিন কম্বল কিনার জন্য বের হয়েছিলাম। ঠিক করলাম ডিসেম্বর মাসের ২৯ তারিখ আমরা কম্বল কিনব এবং বছরের শুরুতে আমরা নববর্ষ উদযাপন করব কম্বল বিতরণের মাধ্যমে।

WhatsApp Image 2022-01-29 at 10.20.58 PM.jpeg

কম্নল গুলো বাধা হচ্ছে।

শীতের সকালে ভোর ছয়টার সময় আমরা তিন বন্ধু রওনা হই ,তখনো কুয়াশার কারণে রাস্তা দেখা যাচ্ছে না ঠিকভাবে, দুই ঘন্টা পর অর্থাৎ আটটার সময় আমরা বঙ্গ বাজার পৌঁছাতে সক্ষম হয়। এরমধ্যে আমরা মার্কেটের আশেপাশে ঘুরে আমাদের কাঙ্খিত কম্বলের খোঁজ করে থাকি। ঘড়িতে সময় যখন আটটা, আমরা সকালের নাস্তা করলাম, এবং অপেক্ষা করতে থাকলাম আমাদের বাকি বন্ধুদের আসার জন্য। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার আগের বাকি বন্ধুরা আসতে সক্ষম হয়। আমরা সকাল সকাল বের হওয়ার কারণে জ্যাম পাইনি। কিন্তু ওরা দেরিতে বের হওয়ার জন্য রাস্তায় জ্যামের কারণে সময় নষ্ট হয়েছে। বেলা ১১ টার দিকে আমরা আরো বেশ কয়েকটি মার্কেট ঘুরলাম। অবশেষে আমরা প্রথমদিকে যে এই দোকানটি দেখেছিলাম সেই দোকানে ফিরে আসলাম। অর্থাৎ সকলে আমার পছন্দ করা কম্বলটি কেনার সম্মতি দিল। সকালে এখানে এসে আমি একটি দোকানের কম্বল পছন্দ করেছিলাম দোকান টির নাম হল: মেসার্স শাপলা এন্টারপ্রাইজ। আমি বিতরণের জন্য যে কম্বলটি সিলেক্ট করেছি তার নাম: ব্লেজার কম্বল। আমার কাছে খুব ভালো লেগেছে এই কম্বল এর মান, দাম অনুযায়ী যে জিনিস কেনা হচ্ছে এতে আমি সন্তুষ্ট। প্রথমেই কম্বলের দাম ২৫০ টাকা বলা হয়েছিল, যেহেতু পাইকারি দোকান এখানে ১০ টাকা কমানো অনেক বড় বিষয় কিন্তু আমরা অনেকটা সময় নিয়ে দোকানদারের সাথে কথা বললাম, তারপর দোকানদার তার সর্বশেষ মূল্য আমাদের কে বলল এটি ছিল ২৩০ টাকা। এই প্রাইসে আমরা সন্তুষ্ট, আমরা ৬৫টি কম্বল ক্রয় করলাম।

WhatsApp Image 2022-01-29 at 10.21.02 PM.jpeg

বাছাই করা কম্বল।

টাকা পরিশোধ করে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম, একটি সিএনজি সম্পূর্ণ পূর্ণ হয় গেল আমাদের কম্বল দিয়ে। নিরাপত্তার জন্য একজন ছিল, বাকিরা বাসে করে এলাকার দিকে চলে আসলো, আমাদের দুই বন্ধুর মোটরসাইকেল ছিল, তাই আমরা কয়েকজন দ্রুত মোটরসাইকেল দিয়ে চলে আসলাম।সিএনজি আমাদের এলাকায় আসার কিছুসময়ের মধ্যেই আমরাও বাইক নিয়ে চলে আসতে সক্ষম হই, দেরি হলে কিছুটা ঝামেলা হয়ে যেত। কিন্তু সময়মতো আমরা আসতে পারলাম এবং কম্বলগুলো রিসিভ করতে পারলাম। সকাল থেকে আমাদের উপরে অনেক চাপ ছিল, তাই আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে বিশ্রাম করলাম এবং সন্ধ্যার সময় সকলে একসাথে হয়ে আলোচনা করে ঠিক করা হল কোথায় কিরূপ ভাবে কম্বল বিতরণ করলে সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব হবে।

WhatsApp Image 2022-01-30 at 10.54.50 AM (1).jpeg

আমাদের দুই এরিয়া রিপ্রেজেন্টেটিভ।

বাসায় এসে যখন কম্বলগুলো আবার আমি নিজ দায়িত্বে পরিমাণ ঠিক আছে কিনা দেখলাম, তখন গণনা করার সময় আমি দেখতে পাচ্ছি একটি কম্বল অতিরিক্ত হয়েছে। বেশ কয়েকবার গণনার পর শিওর হলাম একটি কম্বল বেশি এসেছে। আমি দোকানে ফোন করলাম এবং সেই টাকা পরিশোধ করতে চাইলাম। কিন্তু দোকানদার মহৎ হৃদয়ের পরিচয় দিয়ে সেই টাকাটি আর নেয়নি। অর্থাৎ সেও একটি কম্বল দান করল আমাদের মাধ্যমে।

WhatsApp Image 2022-01-29 at 10.20.57 PM.jpeg

বাসায় আনার পর কম্বল গুলো একজন রিপ্রেজেন্টেটিভ এর বাসায় রাখা হয়।

কম্বল বিতরণ


বিতরণ এর বিষয় টাকে আমরা ৩ ভাগে ভাগ করি। অর্থাৎ ৩ দিন দিবো আমরা। যেহেতু ৬৫ টা কম্বল। ৩ দিন ২০ টা করে নিয়ে বের হয়ে দেওয়ার প্ল্যান করি। প্রথম দিন আমরা আমাদের কুড়িল এর বন্ধুদের ২০ টি কম্বল হ্যান্ড-ওভার করি। তাঁরা সেগুলো নিয়ে তাদের এলাকায় বিতরণ করে।

WhatsApp Image 2022-01-30 at 10.54.56 AM.jpeg

প্রথম দিন বিতরণ এর আগে আমদের গ্রুপ ছবি।

WhatsApp Image 2022-01-29 at 10.21.09 PM.jpeg

বাইক এ করে কম্বল গুলো পাঠিয়ে দেই আমরা।

WhatsApp Image 2022-01-29 at 10.21.09 PM (1).jpeg

প্রথম দিনের বিতরণ এর একটি ছবি।

সেদিন আমাদের বন্ধুরা তাদের এলাকায় কম্বল গুলো বিতরণ করে। তারপরের দিন আমরা আরো ২০ টা কম্বল নিয়ে বরুয়া এলাকায় চলে যাই।

WhatsApp Image 2022-01-30 at 10.54.50 AM.jpeg

২য় দিন কম্বল নিয়ে বের হওয়ার সময়।

WhatsApp Image 2022-01-30 at 10.54.51 AM.jpeg

IMG_20211231_172154.jpg

IMG_20211231_181018.jpg

২য়দিন কম্বল বিতরণ এর কিছু ছবি।

এবার ৩য় দিন। আমরা আমাদের নিজেদের এলাকায় দেওয়ার সিদ্বান্ত নেই। তাই আমরা রাতের দিকে বের হই। আমাদের প্ল্যান থাকে যারা রাস্তায় ঘুমায় শীতে কষ্ট পায় তাদের কম্বল গুলো দেওয়ার। সেই মোতাবেক আমরা কম্বল নিয়ে বের হয়ে যাই। সেদিন ও সব কম্বল দেওয়া সম্ভব হয়নি তাই আমাদের আরো একদিন বের হতে হয়েছে।

IMG_20220101_200028.jpg

৩য় দিনে বাইক এ কম্বল লোড করার সময়।

WhatsApp Image 2022-01-30 at 10.54.54 AM.jpeg

IMG_20220101_204931.jpg

IMG_20220101_204850.jpg

WhatsApp Image 2022-01-30 at 10.54.53 AM (1).jpeg

IMG_20220101_204744.jpg

WhatsApp Image 2022-01-30 at 10.54.55 AM.jpeg

WhatsApp Image 2022-01-30 at 10.54.55 AM (1).jpeg

IMG_20220101_212849.jpg

৩য় ও শেষ দিনে কম্বল বিতরণ এর আরো কিছু ছবি।

খরচ


আগেই বলেছি আমরা মোট ৬৫ টি কম্বল কিনেছি। প্রতিটি কম্বল নিয়েছে ২৩০ টাকা করে। আমাদের মোট বিল এসেছিলো ১৪৯৫০ টাকা। কিন্তু দোকানদার কে আরো ১৫০ টাকা নিতে বললাম । উনি কম নিলো। মোট পরিশোধ করেছি ১৪৮০০ টাকা। আর যাওয়া আসাতে খরচ হয়েছে সেগুলা হিসাবে ধরলাম না।

WhatsApp Image 2022-03-02 at 12.11.15 PM.jpeg

কম্বল কেনার ক্যাশ মেমো (Cash-Memo)।


Post Summery


So, in summary, we have successfully arranged our largest charity event this winter. We announced our winter program in December 2021. We raised donations locally and from this charity account. On December 29, 2021, we headed to the market. Then we went out and bought 65 blankets. It cost a total of 14800 Taka ($172.26). We have distributed blankets in 3 steps. However, it took a total of 4 days. A total of 40 blankets were in the first two days. And the last two days of the remaining blankets.


Cost Calculation.


NameQuantityUnit priceTotal Price
Blanket65230tk14950tk

The total amount was 14950tk. But we paid 14800Tk (You can see in the Cash-Memo)


We are requesting everyone to come forward to make our initiative successful. Thanks to every member of this platform who is supporting us from the beginning.


Cc:-
@steemcurator01
@steemitblog


Post Courtesy:- @razuahmed and @sajjadsohan

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.033
BTC 89248.16
ETH 3020.22
USDT 1.00
SBD 2.81