আল্লাহ্হীন নীতি দর্শন

in #steembloglast year (edited)

First episode
Since the day that people have started living in this world ----- The question of morality of the people has arisen since the day the mind, thoughts and organs of the people have started.
Because morality is related to human work. Man
As long as the guidance of Allah has worked according to the guidance of Allah, the moral entity of the human being, has been victorious on his brutal entity,
The path of human beings has also been brilliant.

On that enlightened path, people have pushed to millions of objects with peace and security.
But since the day he has forgotten Allah's guidance, the path of life has become uncertain.
In fact the life of life has lost the goal,
Even what his life is, what has become uncertain and uncertain.
During this time he has been imprisoned in passion, desire, sensation, observation and conscience.
The dignity of the height of humanity, the good status of truth, has fallen into the low level of brutality.

From that time to the present time, the ethical philosophers have also reviewed these questions. But these questions have not been found to be clear and precise and convinced full answer till today.
Conscience-based philosophy that is not able to expose the gesture or complexity of human morality,
It will never be able to be clear here.

প্রথম পর্ব

এই পৃথিবীতে যেদিন থেকে মানুষ বসবাস শুরু করেছে -----যেদিন থেকে মানুষের মন,চিন্তা ও অঙ্গ-প্রত্যঙ্গ কাজ শুরু করেছে, সেদিন থেকেই মানুষের নৈতিকতার প্রশ্ন উঠেছে।
কেননা নৈতিকতা মানুষের কাজের সাথে সম্পর্কিত। মানুষ
যতদিন পর্যন্ত আল্লাহর হেদায়েত অনুযায়ী কাজ করেছে ততদিন মানুষের নৈতিক সত্তা, তার পাশবিক সত্তার উপর বিজয়ী হয়ে রয়েছে,
মানুষের চলার পথ উজ্জ্বলও উদ্ভাসিত হয়েছে।

tree-736885_1280.jpg
source

সে আলোকিত পথে চলে মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে লক্ষ বস্তুর দিকে ধাবিত হয়েছে।
কিন্তু যেদিন থেকে সে আল্লাহর হেদায়াত ভুলে গেছে, সেদিন থেকেই জীবন পথ অনির্দিষ্টও অনিশ্চিত হয়ে পড়েছে।
বস্তুত জীবন লক্ষ্যটাই হারিয়ে ফেলেছে,
এমনকি তার জীবন লক্ষ কি, তাও অনির্দিষ্ট ও অনিশ্চিত হয়ে পড়েছে ।
এই সময় সে আবেগ, কামনা-বাসনা, সংবেদন , পর্যবেক্ষণ ও বিবেক-বুদ্ধির দাসত্ব -শৃঙ্খলেবন্দী হয়ে পড়েছে।তার পাশবিক সত্তা, মানবিক সত্তার উপর বিজয়ী হয়ে উঠেছে।
পরিনামের সে মনুষ্যত্বের উচ্চতার মর্যাদা, সত্যের উত্তম মর্যাদা হারিয়ে পাশবিকতার নিম্নপর্যায়ের পতিত হয়েছে।

সেই সময় থেকে বর্তমান কাল পর্যন্ত নীতিশাস্ত্রবীদও দার্শনিকগণ এসব প্রশ্ন নিয়ে আলোচনা- পর্যালোচনা চালিয়ে এসেছেন। কিন্তু এসব প্রশ্নের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ও প্রত্যয় পূর্ণ জবাব আজও পর্যন্ত পাওয়া যায়নি।
বিবেক-বুদ্ধি ভিত্তিক দর্শন যে মানবীয় নৈতিকতার গ্রন্থিমোচন বা জটিলতা উন্মুক্ত করতে সমর্থ নয়,
তা কোনদিনই পারবে না, সেটাই এখানে সুস্পষ্ট করা হচ্ছে।

my deposit id
binance
WhatsApp Image 2023-10-02 at 8.39.57 AM.jpeg

trx deposit id
Screenshot 2023-10-02 083738.png

please support upvote and follow me on steemit
@hasanal010

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90558.46
ETH 3133.31
USDT 1.00
SBD 3.06