The dairy game 🥬today is Tuesday April 13-4-2021

in #steembangladesh4 years ago

আসসালামু আলাইকুম . আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তায়ালার রহমতে। আজকে আমি আমার সকালবেলার রুটিন আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সবাই আমাকে সাপোর্ট করবেন।

IMG20210410091708.jpg
Devices :realme c17
কালকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি অসুস্থতার জন্য। ভোর তিনটের সময় একটু ঘুমাই ছিলাম আবার চারটার সময় উঠে ফজরের নামাজ আদায় করেছি। ফজরের নামাজ আদায় করে আবার একটু ঘুমাই ছিলাম। ঘুম শেষ হয়ে ব্রাশ হাতে নিয়ে আমি হাঁটতে হাঁটতে আমার ছোটবেলার স্কুলে যাই। এখানে আমি পাঁচ বছর লেখাপড়া করেছি এবং খুব ভালোভাবে জ্ঞান অর্জন করেছি। এখানে আমার একটি প্রিয় ম্যাডাম ছিল সেই ম্যাডাম আমাকে অনেক ভালবাসত। ম্যাডামকে আমি খুব মিস করি এবং ম্যাডাম আমাকে খুব মিস করে কিন্তু আমাদের কথা হয় না এখন আর।

IMG20210410091417.jpg
device :realme c17
এটি হলো আমার চাচার বাড়ি বাড়িটি এখনো কমপ্লিট হয়নি। বাড়ির পিছনে অনেক টাকা ব্যয় জানিনা কমপ্লিট করতে কত টাকা ব্যয় হবে। সবাই দোয়া করবেন যাতে আমার চাচার বাড়িটি তাড়াতাড়ি হয়ে যায়।
IMG20210410091354.jpg
Devices :realme c17

ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘাসের বাগান। এই বাগানটি আমাদের। আমাদের বাড়ির গাভী গুলো এই ঘাস গুলো খেয়ে জীবন যাপন করে। এই ঘাস গুলো খেয়ে গাভী গুলো আমাদের অনেক দুধ দেয়।আমরা সেই দুধ বিক্রি করে পরিবার পরিচালনা করি।

IMG20210410091129.jpg
device :realme c17

আমি সকালে আমাদের ধানের জমি দেখতে যাই। আমি আমার বাবার সাইকেল নিয়ে জমি দেখতে যাই। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইকেলের কিছু অংশ। মাইকের মতো দেখতে পাচ্ছেন যেটা ওইটা হলো আমার সাইকেলের হর্ণ।

IMG20210410091055.jpg
device :realme c17
ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট গাছ এই গাছ গুলো হলো লজ্জা বতি গাছ। এই গাছের অনেক উপকারিতা আছে। কাউকে সাপ কামড় দিলে এই গাছের কিছু অংশ কামড় দেওয়া স্থানে লাগালে অনেক উপকার করে।
IMG20210410091006.jpg
device :realme c17
ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি নালা।এই নালা দিয়ে জমিতে সেচ দেওয়া হয়।এটি আমাদের জমিতে সেচ দেওয়া নালা।

IMG20210410090525.jpg
device :realme c17
আমাদের ধানের জমি। সকালে ঘুম থেকে ওঠে নামাজ পড়ে আমি জমি দেখতে যাই । আমাদের জমিতে ফসল আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। আমি অনেক যত্ন নিয়ে এবার আগাম ফসল চাষ করেছি।
IMG20210409080106.jpg
device :realme c17
সর্বশেষ আমি আমার বাড়িতে ফিরে আসলাম।
বাড়িতে ফিরে এসে আমি নাস্তা খাই।নুডলস আমার একটি পছন্দের খাবার।
এই ছিলো আমার আজকের রুটিন।
ধন্যবাদ
@steem Bangladesh
@steemblog

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.21
JST 0.037
BTC 95164.55
ETH 3590.61
USDT 1.00
SBD 3.75