বাংলাদেশের উত্তরাঞ্চলে স্বপ্নপুরী ও ভিন্ন জগৎ অবস্থিতsteemCreated with Sketch.

in #steemlast year

শিশু পার্ক গুলোতে গেলে আমরা নানান ধরনের ভাস্কর্য দেখতে পাই। আমাদের উত্তরাঞ্চলে অনেকগুলো শিশু পার্ক রয়েছে। আমাদের উত্তরাঞ্চলে বিনোদন কেন্দ্র রয়েছে। এর মধ্যে স্বপ্নপুরী ভিন্ন জগৎ ইত্যাদি অন্যতম। আগে আমাদের রংপুর একটা চিড়িয়াখানা ছিল যেখানে মানুষ ঘুরতে যেতাম। তবে এখন মানুষ চিড়িয়াখানায় তেমন একটা যায় না। এখন মানুষ একসময় বিনোদনগুলোতে ঘুরতে যায়। অনেকে স্বপ্নপুরী যান। স্বপ্নপুরী বাংলাদেশের উত্তর অঞ্চলে জেলা দিনাজপুরে অবস্থিত। স্বপ্নপরী অনেক বড় একটি জায়গা জুড়ে নির্মিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বপ্ন পূরীতে ঘুরতে আসেন৷ আমি ছোটবেলায় বেশ কয়েকবার স্বপ্ন পূরীতে ঘুরতে গিয়েছিলাম। স্বপ্নপূরীতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। স্বপ্নপূরী জায়গাটা এমন জায়গায় অবস্থিত যেতে অনেক সময় লাগে।

ভিন্ন জগৎ আমাদের রংপুর জেলায় অবস্থিত। ভিন্ন জগৎ সৈয়দপুর ও রংপুর মহাসড়কের পাশে অবস্থিত। রংপুর এলাকার মানুষ সবথেকে বেশি ভিন্ন জগৎ এ গিয়ে থাকেন। আমি অনেক কয়েকবার বনভোজনে ভিন্ন জগতে ঘুরতে গিয়েছিলাম। ভহন্ন জগৎ আসলেই অনেক সুন্দর একটি জায়গা। ছোট বড় সবাই ভিন্ন জগৎ এ করতে যান। যারা এখনো ভিন্ন জগতে ঘুরতে আসেন নাই তারা অবশ্যই ভিন্ন জগৎ এ ঘুরতে আসবেন৷ এটি অনেক সুন্দর একটি জায়গা৷ আগে ভিন্ন জগৎ যাওয়ার রাস্তা বেশি ভালো ছিল না। তবে এখন ভিন্ন জগৎ যাওয়ার রাস্তা অনেক সুন্দর এবং ভালো হয়েছে। সবাই নির্বিঘ্নে সেখানে যেতে পারেন।

1000002553.jpg

1000002552.jpg

সকলকে ভিন্ন জগতে আসার আমন্ত্রণ রইল। আশা করি সবার এখানে এসে অনেক ভালো লাগবে। আসলেই এই জায়গা গুলো অনেক সুন্দর। আপনারা একবার আসলে আপনাদের মন জয় করে নেবে। অবশ্যই আপনারা এই এলাকায় আসবেন। আমাদের উত্তর অঞ্চলের জেলাগুলো এবং জায়গা গুলো অনেক সুন্দর।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 98087.08
ETH 3474.73
USDT 1.00
SBD 3.09