হাতিয়ার করো অসহায়তা! (সত্য ঘটনার প্রেক্ষিতে

in #steem2 months ago

আমি আজকে আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে এসেছি। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করছি।
2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvTJ55Gno5NYinuAekdBb3S85B1qd7fGc9ZbK8MssSsNSteYiN4zYphDRQD5jYrU3ANFcuNdLwM8wTZzn.jfif

আমি আশা করছি আপনারা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। যদি কোনো কিছু ভুল বলে থাকে, তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের চারপাশে আজকাল অনেক মানুষ দেখবেন, যারা কোনো একটা ঘটনা শুনে অন্য কাউকে বলার জন্য এমন ভাবে বাড়িয়ে ছাড়িয়া বলে যে, যেটা মূল ঘটনা সেটাই হারিয়ে যায়। আসলে কিছু কিছু মানুষের স্বভাবই হলো তিলকে তাল করা। তারা শুনা একটা, বলে আরেকটা এবং করে আরেকটা। তারা কথা শুনে খুব সামান্য। কিন্তু বলার সময় সেটা বলার সময় এমন ভাবে রং মাখিয়ে বলে যে, ওই ব্যাপারটা ঠিক যা ঘটেছে তা তো ফুঁটে উঠেই না বরং এমন ভয়ঙ্কর ভাবে তারা বলে। যেটা আসলে

কোথায় যেনো একটা আমি পড়েছি যে, এটা মানুষের একটা সাইকোলজিক্যাল সমস্যা। অর্থাৎ অনেক মানুষ রয়েছে, যারা সব সময় বানিয়ে বলতে ভালোবাসে। ধরুন তার সামনে কোনো একটা ঘটনা ঘটলো। যেটা খুবই সামান্য। কিন্তু সেটা সে অন্য কাউকে বর্ণনা করার সময় এমন বাড়িয়ে বলবে যে, সে ঘটনাটিকে ধামাচাপা দিয়ে নতুন একটা ঘটনার সৃষ্টি করবে। যেটার মূলত কোনো অস্তিত্ব ই নেই।

এদের আমার বড্ড অপছন্দ। কারণ তো একটা মানুষ এসব করছে মানে কিন্তু সে প্রতিটি বিষয় ই বাড়িয়ে চাড়িয়ে বলছে।আর যাদের বাড়িয়ে বলার অভ্যাস। তারা কখনোই আপনাকে পারফেক্ট খবরটি দিবে না। অর্থাৎ আপনাদের হঠাৎ করে কোনো প্রয়োজন কিন্তু হতে পারে। এবং তখন যখন আপনারা ওই মানুষটির দ্বারস্থ হবেন। তখন দেখবেন যে সে পুরোপুরি একটা ভুল ইনফরমেশন দিয়ে আপনাকে ভুল পথ দেখাচ্ছে।

সাধারণ ভাবে ভাবলে তিলকে তাদের করে বলা মানুষদেরই খুব একটা ভালোভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে ভেবে দেখেন। তাহলে দেখবেন যে তাদের খারাপ প্রভাবটা অনেক বেশি কারণ, যেমন ধরুন আপনার কোনো একটা ঘটনা অনেক বেশি জানার প্রয়োজন কিন্তু সে যদি সেই ঘটনার ব্যাপারে আপনাকে ভুল ভাবে প্রেজেন্ট করে। তাহলে কিন্তু আপনি ভুল ভাবেই জানবেন এবং এতে করে আখেরে আপনার ই ক্ষতি হবে। তাই কারো মধ্যে তিলকে তাল করে বলার অভ্যাস থাকলে তা বর্জন করা

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97752.40
ETH 3582.53
SBD 1.59