কুকুর।

in #steem6 months ago

20240814_181636.jpg



আমাদের দেশে কুকুর এতটা গুরুত্বপূর্ণ সহকারে পালন করা না হলেও কিছু কিছু ক্ষেত্রে কুকুরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শহর অঞ্চলের অনেক বাড়িতে কুকুর পালা হয় তবে গ্রামের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। গ্রামে বলা চলে প্রতিটা বাড়িতেই কুকুর থাকে আর কুকুরগুলো আশপাশের বিভিন্ন ময়লা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেই সাথে কুকুরগুলো প্রতিটা বাড়ির পাহারাদার হিসেবে কাজ করে। আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো কুকুর আছে আর শহরের বাড়িতে একটি কুকুরছানা রয়েছে যেটা দিন দিন বড় হচ্ছে যদিও সে এখন ভালো-মন্দ সবকিছু বুঝতে শিখেছে তবে তারপরও পুরোপুরি বড় হয়ে ওঠেনি বলা চলে এখনো শাবক। বছর ঘুরতেই সে হয়তো আরও বড় হয়ে যাবে আর আমাদের শহরের বাড়িটা আরো ভালোভাবে পাহারা দিতে পারবে। তবে আমার কাছে একটা বিষয় খারাপ লাগে কিছু মানুষ আছে যারা এই ভুলগুলোকে সহ্য করতে পারে না প্রতিনিয়ত কুকুরগুলোর প্রতি নানান অত্যাচার করে। আমার মনে হয় তাদের একটু বোঝা উচিত কুকুরগুলো আমাদের সমাজের ভারসাম্য রক্ষা করে। প্রথমত পাহারাদারের কাজ করে আবার বিভিন্ন ময়লাযুক্ত খাবার যেগুলো পচে দুর্গন্ধ ছড়ায় সেগুলো খেয়ে আমাদের পরিবেশটাকে রক্ষা করে।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67