চাঁদ।

in #steem7 months ago


1000079742.jpg



বর্তমান গরমের মৌসুম আরে গরমের মৌসুমে বেশিরভাগ সময় মানুষ বাইরে সময় কাটাতে পছন্দ করে বিশেষ করে যখন বিদ্যুৎ থাকে না অর্থাৎ লোডশেডিং হয় তখন মানুষ গরম থেকে নিত্যার পাওয়ার জন্য বাইরে চলাফেরা করে বাইরে সময় কাটায় আর যদি আকাশে ফুটফুটে এরকম চাঁদের আলো থাকে তাহলে সময়টা পুরোপুরি সুন্দরভাবে উপভোগ করতে পারে। ছবিতে দেখতে পাচ্ছেন স্বচ্ছ চালের আলো সন্ধ্যার পর থেকে রাতের আকাশে চাঁদের আলো পুরোপুরি আলোকিত হয়েছে।



যদিও আগে তুলনায় এখন খুব একটা লোডশেডিং নেই আবার বৃষ্টির কারণে আবহাওয়া তুলনামূলক অনেকটা ঠান্ডা হয়েছে যার কারণে আগের পুরোপুরি সুন্দরভাবে উপভোগ করা হয় না। তবে পুরোপুরি গরমের মৌসুমে দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে চাঁদের আলো উপভোগ করেছি সময়টা দারুন ছিল তবে আজকের এই চাঁদের আলোর ছবি তোলার সময় সেই অনুভূতিগুলো আবার পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করেছিলাম।



ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67