কৃষি কাজ।

in #steem9 months ago


20240303_074130.jpg



বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে নিজেদেরকে সংযুক্ত রেখেছে আর তাদের জীবিকার প্রধান মাধ্যম কৃষিকাজ। যারা গ্রামের দরিদ্র পরিবার তারা ধনীদের কাছে থেকে সামান্য জমি অর্থের বিনিময়ে গ্রহণ করে সেখানে নানান ফসল ফলিয়ে নিজেদের কৃষি কাজের চাহিদা পূরণ করে।



এখন গ্রামের প্রতিটা কিছু জমিতে ধান চাষ করা হচ্ছে তবে যখন এই ছবি তুলেছিলাম তখন যেগুলোতে আখ চাষ করার জন্য লাঙ্গল দিয়ে জমি চাষ করে চাষের উপযোগী করা হচ্ছিল।



ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.031
BTC 85121.49
ETH 1583.11
USDT 1.00
SBD 0.81