জেনে নিন এবার ঈদে কোন তারকারা কে কী কোরবানি দিচ্ছেন ?

in #steem6 years ago

0000000.jpg
source

ঈদ-উল-আযহার বাকি আর মাত্র কয়েকটা দিন। ঈদের নামাজ পড়েই সবাই ব্যস্ত হয়ে পড়বেন পশু কোরবানি দেওয়া নিয়ে। আর দশজন সাধারণ মানুষের মতো তারকারাও এ দিনে ব্যস্ত থাকবেন পশু কোরবানি দিতে। কেউ গরু কোরবানি দিলেন তো আবার কেউ দিবেন খাসি। আবার কেউ দুটোই দিয়ে থাকেন। ব্যতিক্রম এবার উট এনেছে নায়িকা সিমলা। শিল্পী সমিতি আয়োজন করেছে কোরবানির। পরীমনি গতবছর এফডিসিতে একটি গরু কোরবানি দিয়েছিলেন। এবার দুইটা দিবেন বলে জানান। চলুন দেখে নেয়া যাক শিল্পীদের কেমন প্রস্তুতি রয়েছে এ কোরবানি নিয়ে-

20002020220180323150938.jpg

মোশাররফ করিম:

ছোটপর্দার ব্যস্ত এই অভিনেতা এবার গরু কোরবানি দিচ্ছেন বলেই জানিয়েছেন। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে কোরবানীর ব্যাপারে নিজে থেকে কোন তদারকি করতে পারেন নি বলেও জানান তিনি।

220px-Apu_Biswas_portrait_2017.jpg

অপু বিশ্বাস:

অনেকেই জানতে চান, অপু বিশ্বাস কী পশু কোরবানি বিশ্বাস করেন? বা শাকিব খান থেকে আলাদা হয়ে যাওয়া অপু কী এবারে কোরবানি দেবেন? উত্তর জানালেন অপু বিশ্বাস, কোরবানি ঈদের সব প্রস্তুতি নিচ্ছেন এই তারকাও। অবশ্য ঈদে দেশে থাকছেন না। বাহরাইনে একটি শো করবেন।

ঈদের আগের দিনই দেশ ছাড়বেন, ফিরবেন ঈদের পরদিন। তিনি বলেন, ‘আমার সংসার, দায়িত্বও আমার। কাজের ব্যস্ততা আছে আবার কোরবানিও গুরুত্বপূর্ণ। ছেলের জন্য পাঞ্জাবি কিনবো। এক হাতে অনেক কিছু সামলাতে হয়। অনেক কিছু ইচ্ছে থাকলেও পেরে ওঠা যায় না। এ বছরে তাই তিনটি খাসি কোরবানি দেয়ার পরিকল্পনা করেছি। আমার পরিচিত একজনকে টাকা দিয়েছি। সে আগামীকাল কিনবে। আমার সময় নেই। ইচ্ছে ছিল ছেলেকে পশুর হাট দেখাতে নিয়ে যাব।
images (2).jpg

ওমর সানী-মৌসুমী:

এই তারকা দম্পতির কোরবানির তালিকায় রয়েছে গরু। ওমর সানী বলেন, ‘কোরবানী দেওয়া তো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানেরই কর্তব্য। সেই কর্তব্যই পালন করবো। গরু দিলাম না ছাগল দিলাম সেটা কোনো বিষয় নয়।
images.jpg

মাহি:

ঢাকাই ছবির এ জনপ্রিয় নায়িকা এবার গরু ও ছাগল দুটোই কোরবানী দিচ্ছেন।তিনি জানান, ‘এবার গরু আর ছাগল দুটোই কোরবানী দিবো। আর কোরবানীর বিষয়টাও নিজেই দেখভাল করবো।’ শ্বশুর বাড়ি যেতে হবে। তবে সেখানে খুব বেশিদিন থাকা হবে না। কারণ ঈদে দুটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছ। হলে ঘোরাঘুরির ইচ্ছে আছে।

images (1).jpg

বারী মম:

ঈদের অল্প কিছুদিন বাকী থাকলেও শুটিং নিয়ে এখনো ব্যস্ত সময় পার করছেন মম। আর ব্যস্ততার জন্য ঈদ ঢাকাতেই করবেন মম। দেশের বাড়িতে কোরবানি দেওয়া হয় বলে ঢাকাতে বাড়তি আয়োজন করেন না এ অভিনেত্রী। সেখানে বাবার কাছে টাকা পাঠায় কোরবানীর জন্য। ঈদের কয়েকটা দিন পবিরারের সঙ্গে সময় কাটাবেন। এরপর যথারীতি শুটিং’এ ব্যস্ত হয়ে পড়বেন তিনি।
Total source

Thanks By @milton7320

Please upvote, follow & Resteem.

Sort:  

milton7320 your post is very nice .

বাংলায় পাঠক কেমন ভাই? ইংলিশ লেখতে পারি না। অনেক কষ্ট হয়।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102367.04
ETH 3705.53
USDT 1.00
SBD 3.23