পুরান ঢাকায় টায়ারের গুদামে আগুন

in #steem6 years ago

টায়ারের গুদামে আগুন :

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার নবাবপুরের একটি টায়ারের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুরে নবাবপুরের বারিক টাওয়ারের ওই গুদামে এই আগুন লাগে।
টায়ারের গুদামে আগুন.jpg
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ২ টা ৩০ মিনিটের দিকে নবাবপুর মানুসি সিনেমা হলের সামনে একটি টায়ারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু ধারণা পাওয়া যায়নি।

ওয়ারি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বারিক প্লাজার পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তারা পাননি।
টায়ারের গুদামে আগুন2.jpg
এর আগে গত মাসের ২০ তারিখ রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন মারা যান। পুরান ঢাকার চকবাজারের ওই অগ্নিকাণ্ডের জন্য সেখানকার কেমিক্যালের গুদামকেই দায়ী করা হচ্ছে। সে মোতাবেক পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরানোর কাজও শুরু হয়েছে।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 79133.50
ETH 1554.93
USDT 1.00
SBD 0.65