কিছু মনের মত ফটোগ্রাফি

in #steem4 months ago (edited)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আজ আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করবো আমার পোস্টের মাধ্যমে আশা করি আমার আজকের এই ফটোগুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আমার ফটোগ্রাফিগুলো আপনাদের সবার ভালো লাগলেই আমার স্বার্থকতা। আমি ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। আমার কাছে যা ভালো লাগে তাই আমি আমার মোবাইলে ও আমার হৃদয়ের মাঝে ক্যাপচার করে রাখতে আমার অনেক ভালো লাগে। তার মাঝে প্রকৃতি আকাশ আর ফুলের ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি।

Polish_20240807_215036050.jpg

দু একদিন আগে বিকেলে যখন ছাদে উঠেছি তখন একটু মেঘলা ছিল। যদিও মেঘ আসবে মনে হচ্ছিল না। আর আমার কাছে আকাশের এই প্রতিচ্ছবি দেখতে ভীষণ ভালো লাগে। এত অপূর্ব দৃশ্যটি আমি আমার মোবাইলের ফটোটে যতবার দেখি কেন যেন দেখতে বেশ ভালো লাগে। আকাশে মেঘের এই সাজ আমার মনে হয় শুধু আমাকেই আকৃষ্ট করে না সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করে। আশা করি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে।

Polish_20240807_215312492.jpg

আমি সবসময় ছাদে উছি ছাদে যেতে আমার ভালো লাগে। ছাদে গেলে সুন্দর আকাশ দেখতে পাওয়া যায়। সাথে সুন্দর প্রকৃতিও দেখতে পাওয়া যায়। আমাদের ছাদে কবুতর পালা হয়। আমি মাঝে মাঝে উঠে কবুতরগুলো দেখি কবুতরগুলো কি সুন্দর যখন সন্ধা হয়ে আসছিল তখন তাদের নীড়ে ফেরার জন্য এই ছোট ছাদটির মধ্যে সবগুলো একসাথে এসে জড়ো হয় আর এই দৃশ্যটি আমার চমৎকার লাগে।আমি দেখে লোভ সামলাতে পারছিলাম না। সাথে সাথে মোবাইটি নিয়ে ক্যাপচার করে নিলাম।

Polish_20240807_215518873.jpg

আমি গাছলাগেও ভীষণ পছন্দ করি তাইতো সময় পেলে অনেক ধরনের গাছ লাগাই। এখন যেই ফুলটির ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন সেইটি হলো করলা গাছের ফুল। আর এই করলা গাছ আমার বারান্দায় লাগিয়েছি। মাশাল্লাহ খুব সুন্দর ছোট হলুদ ফুল নিজের গাছের সবজি গাছের ফুল দেখলে সত্যি মনটি ভরে যায়। আবার কোন সময় আপনাদের সাথে আমার করলা গাছের ফটোগ্রাফিও শেয়ার করবো।

Polish_20240807_215218764.jpg

*

এবার নিয়ে এলাম আরও একটি আকাশের ফটোগ্রাফি। আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে। শুধু মনে হয় এত বড় বিশাল আকাশটি যদি ঘুরে ঘুরে দেখতে পারতাম। কিন্তু তাতো আর নম্ভব নয়। তাই নিজের গন্ডিতে থেকেই যতটুকু আকাশ দেখা যাই তার সৌন্দর্যই উপভোগ করি। আকার দেখার সাথে সাথে আকাশের ফটোগ্রাফি করতেও আমি অনেক ভালো বাসি। শুধু মনে হয় আকাশের দিকে চেয়ে থাকে। আশা করি আজ আমার প্রতিটি ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই আবারও আমার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে যে কোন সময় হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

শহরের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। এক সাথে শহর ও আকাশ দুইটাই দেখা যায়। আকাশটা কিছুটা মেঘলা দেখা যায়। তারপরেও ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য্

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.28
JST 0.042
BTC 104956.85
ETH 3880.98
SBD 3.32