কবিতা নং-৫৭ “নজরুল স্মরণে”
“নজরুল স্মরণে”
- হামিদুল হক তরুন
কবিতা নং-৫৭
নজরুল স্মরণে আমার এ মনে
কতো কথাই না জাগিয়া উঠে
আজো তার বাণী যখনই শুনি
খুঁশিতে প্রাণ নাচিয়া উঠে।
ধন্য তুমি বাংলা ভুমি
করেছিলে ধারণ তাঁর দু’ চরণ
তাঁর অবদান দিয়েছে সমাধান
চলবে না এ ভুমে বিদেশী শাসন।
সে ছিলো পুরুষ বুক ভরা সাহস
মিথ্যের কাছে শির করেনি নত,
চির অমর সে হৃদয় নিবাসে
কখনো জানি হবেনা মৃত।
আমরা সবাই ঋণী গো তাই
গাইবো ঐ নামের গান
হিসেব কি আছে বসুধা মাঝে
ছড়িয়ে আছে তাঁর কতো দান ?
গিরি-সবিতা বৃক্ষ লতা
তটিনি গগন সমীরণে
অহ: নিশি শুনি হর্ষ ধ্বণি
জাতীয় কবি কাজী নজরুল স্মরণে।
Congratulations @hamidul! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
I return of your area
I don't know what this way
Let us know if you have any questions! We are always here to help!
Posted using Partiko Android
Ok, I will try Partiko Android.