কবিতা নং-৫৫ “যদি চাও”

in #steem6 years ago

2011-01-18-DSC_0000170.jpg

“যদি চাও”

  • হামিদুল হক তরুন
    2011-04-27-Image176.jpg

যদি চাও তো তোমার জন্য একটা কিছু করতে পারি
যদি চাও তো তোমার জন্য নতুন ভুবন গড়তে পারি
যদি চাও তো তোমার জন্য শক্ত হাতে লড়তে পারি
যদি চাও তো তোমার জন্য জীবন বাজি ধরতে পারি।

যদি চাও তো আকাশের চাঁদ টাকে এন দেবো
যদি চাও তো সকল ফুলের মালা গেঁথে দেবো
যদি চাও তো রংধনুর রং চোখে লাগিয়ে দেবো
যদি চাও তো প্রকৃতির দৃশ্য তোমার গায়ে এঁকে দেবো।
2013-09-29-PIC_2505.jpg

যদি চাও তো সারাবেলা তোমার নামে গান গাইবো
যদি চাও তো যুগ যুগ ধরে তোমার পথ চেয়ে থাকবো
যদি চাও তো বুকটা চিরে তোমার নাম লিখে রাখবো
যদি চাও তো উচ্চ স্বরে সীমান্ত হতে তোমার নাম ধরে ডাকবো।

যদি চাও তো ঘর ছেড়ে বৈরাগী জীবন বেছে নেবো
যদি চাও তো তোমার জন্য পাহাড় কাটার ভার নেবো
যদি চাও তো তোমার নামে কবিতা লেখার দায়িত্ব নেবো
যদি চাও তো হাসি মুখে মরণ টাকে মেনে নেবো।
2014-08-15-PIC_0369.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 98646.90
ETH 3511.62
USDT 1.00
SBD 2.98