পূর্ণতা

in #steem7 months ago

কী এক অপূর্ণ ইচ্ছা...
কোথায় কিশের জন্যে বৃথা হয়ে যাবে সব?
কী সেই দক্ষতা জানি অন্তর্গত লোকে ‌‌
গভীর গোপন ঘরে রয়েছে লুকিয়ে।

কোন সে মাহেন্দ্রক্ষণ অপেক্ষায় আছে
ছুঁয়ে দিতে দ্বিধাহীন পরিণত চূড়া
তোমাকে জিজ্ঞেস করি আধেক অঙ্গাধিকারী
উওরে বলেছো তুমি কিছু সম্ভাব্য জবাব
কে জানে নবাব ছুটে যায় রাজ্যহীন
অলক্ষোর দিকে, হয়তো নিজেরই সন্ধানে।

সীমানা ছাড়িয়ে যেতে
নিজেকে ছাড়িয়ে যেতে
আদর্শের কাছাকাছি, দর্শনের দ্বিধাবোধ।
সহজ সরল জানি হয় না কিছুই
তবু তোমার কাছেই ফিরে যাবো
তুমিই তো রাজ্য আর প্রার্থিত পূর্ণতা।

শেখর দেব

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93719.35
ETH 1790.90
USDT 1.00
SBD 0.85