রাশিয়া বিশ্বকাপ 2018
২৯ মিনিটে স্পট-কিকে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড গ্রিজম্যান৷ সাত মিনিট পর দুরন্ত আক্রমণে ফিরে জোরালো ফ্রিকিকে ফ্রান্সের জালে বল জড়ানোর চেষ্টা করেন বালোতেল্লি৷ কিন্তু তাঁর শট আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো৷ ঠিক এই সময় গোলবক্সের কাছে বল পেয়ে ইতালির ব্যবধান কমান বোনুচ্চি৷ ২-১ গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ৷
দ্বিতীয়ার্ধের খেলাটা যেন কিছুটা একপেশে হয়ে পড়ে৷ ম্যাচে সম্পূর্ণ আধিপত্য নিয়ে নেয় সাবেক তারকা জিনেদিন জিদানের দলের খেলোয়াররা৷ ৬৫ মিনিটে ডি-বক্স থেকে কোনাকুনি শটে তৃতীয় বারের জন্য বল ইতালির জালে জড়িয়ে দেন দেমবেলে৷ প্রাক-বিশ্বকাপ প্রীতি ম্যাচে ৩-১ ইতালিকে পরাজিত করে ফ্রান্স৷ আবারো ফুটবলপ্রেমির মনে পড়ে গেল ফ্রান্সের জিদান ও ইতালির মাতোরাজ্জির বিশ্বকাপের সেই ঘটনা। এবারও কি তেমন কিছুই হবে? সেটাই এখন দেখার বিষয়।