International Mother Language Day Special Drawing, Creativity, Drawing, art

in Steem For Ladiesyesterday
হ্যালো বন্ধুরা❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না তা হতেই পারে না। আজকে আমি এত সুন্দর একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে বেশ ভালই। যেহেতু এটি আমার মাতৃভাষার প্রতিযোগিতা তাই নিজের বাসায় লিখতে সাচ্ছন্দ্যবোধ করি। আর নিজের ভাষায় লেখার যে অনুভূতি তা অন্য কোন ভাষায় পাওয়া যাবে না।
ভাষা আন্দোলন নিয়ে নতুন করে বলার কিছু নেই। ১৯৫২ সালের ভাষা শহীদদের ত্যাগের জন্যই আজ আমরা আমাদের মাতৃভাষা ফিরে পেয়েছি। আর সেই দিনটি স্মরণ করার জন্যই ছোট্ট একটি হাতের কাজ করেছি। সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি শব্দ বৃক্ষ তৈরি করেছি । তো চলুন দেখা যাক আমার এই ছোট হাতের কাজ।

আর্ট এর ফাইনাল লুক

1000240459.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • সাদা কাগজ
  • রঙ্গিন মার্কার
  • পেন্সিল
  • কালো মার্কা
প্রথম ধাপঃ

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি গাছ অংকন করলাম । তারপর পেন্সিলের দাগ ফলো করে কালো মার্কার দিয়ে গাছ দিয়ে সম্পূর্ণ এঁকে নিলাম।

1000240444.jpg1000240445.jpg
দ্বিতীয় ধাপঃ

গাছটি সম্পূর্ণ আঁকার পর ঢালের মধ্যে আমি কিছু বর্ণমালা লিখে নিলাম সবুজ রঙের মার্কার দিয়ে।

1000240446.jpg1000240449.jpg
তৃতীয় ধাপঃ

এখন আমি আরো কিছু রঙ্গিন মার্কেট দিয়ে আরো কয়েকটি বর্ণমালা এঁকে নিলাম।

1000240450.jpg1000240451.jpg
চতুর্থ ধাপঃ

এখন আমি একটি রক্তাক্ত সূর্য অংকন করলাম ও শহীদ মিনার অংকন করলাম।

1000240452.jpg1000240455.jpg
পঞ্চম ধাপঃ

তারপর আমি একুশে ফেব্রুয়ারি লিখাতেই একটু রঙিন করে লিখলাম । তারপর বাংলাদেশের পতাকা অঙ্কন করলাম ।

1000240456.jpg1000240458.jpg
সর্বশেষ ধাপঃ

সর্বশেষে আমি আমার সিগনেচার ও তারিখ লিখে দিলাম । ব্যাস আমার আর্ট এখন সম্পূর্ণ তৈরি।

1000240462.jpg1000240460.jpg
আমি আমার তিনজন বন্ধুকে এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহবান জানাচ্ছিঃ @kuhinoor @sahidfarabee @mariyaafrin
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️
Sort:  
 22 hours ago 
Club Status#club5050
Steem Exclusive
Plagiarism Free
BOT Free
Voting CSI
Steemladiessteemladies: 10.00%
Burnsteem25
AI contentHuman

Vote @pennsif.witness for growth across the Steemit platform through robust communication at all levels and targeted high yield developments with the resources available. Vote here

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 89657.68
ETH 2276.55
SBD 0.63