International Mother Language Day Special Drawing, Creativity, Drawing, art
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না তা হতেই পারে না। আজকে আমি এত সুন্দর একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে বেশ ভালই। যেহেতু এটি আমার মাতৃভাষার প্রতিযোগিতা তাই নিজের বাসায় লিখতে সাচ্ছন্দ্যবোধ করি। আর নিজের ভাষায় লেখার যে অনুভূতি তা অন্য কোন ভাষায় পাওয়া যাবে না।
ভাষা আন্দোলন নিয়ে নতুন করে বলার কিছু নেই। ১৯৫২ সালের ভাষা শহীদদের ত্যাগের জন্যই আজ আমরা আমাদের মাতৃভাষা ফিরে পেয়েছি। আর সেই দিনটি স্মরণ করার জন্যই ছোট্ট একটি হাতের কাজ করেছি। সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি শব্দ বৃক্ষ তৈরি করেছি । তো চলুন দেখা যাক আমার এই ছোট হাতের কাজ।
- সাদা কাগজ
- রঙ্গিন মার্কার
- পেন্সিল
- কালো মার্কা
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি গাছ অংকন করলাম । তারপর পেন্সিলের দাগ ফলো করে কালো মার্কার দিয়ে গাছ দিয়ে সম্পূর্ণ এঁকে নিলাম।
![]() | ![]() |
---|
গাছটি সম্পূর্ণ আঁকার পর ঢালের মধ্যে আমি কিছু বর্ণমালা লিখে নিলাম সবুজ রঙের মার্কার দিয়ে।
![]() | ![]() |
---|
এখন আমি আরো কিছু রঙ্গিন মার্কেট দিয়ে আরো কয়েকটি বর্ণমালা এঁকে নিলাম।
![]() | ![]() |
---|
এখন আমি একটি রক্তাক্ত সূর্য অংকন করলাম ও শহীদ মিনার অংকন করলাম।
![]() | ![]() |
---|
তারপর আমি একুশে ফেব্রুয়ারি লিখাতেই একটু রঙিন করে লিখলাম । তারপর বাংলাদেশের পতাকা অঙ্কন করলাম ।
![]() | ![]() |
---|
সর্বশেষে আমি আমার সিগনেচার ও তারিখ লিখে দিলাম । ব্যাস আমার আর্ট এখন সম্পূর্ণ তৈরি।
![]() | ![]() |
---|
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
---|
Vote @pennsif.witness for growth across the Steemit platform through robust communication at all levels and targeted high yield developments with the resources available. Vote here
Cured by @damithudaya