Steem Bangladesh Contest - Movie review || My Movie review is About Barfi ||🎥🎬📽🍿

in Steem Bangladesh4 years ago

আসসালামুয়ালাইকুম।



বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং নিরাপদে আছেন আর সবসময় স্টিমেটের এই দারুন প্ল্যাটফর্মটি উপভোগ করছেন।




আজকের আমাদের কন্টেস্ট এর বিষয় নির্ধারণ করা হয়েছে আমার খুবই একটি পছন্দের বিষয় মুভি রিভিউ নিয়ে। আজকে আমি আমার খুবই পছন্দের একটি মুভি বারফি নিয়ে কথা বলবো।বারফি এক অনবদ্য মুভি। মুভিটি দেখার পর নিজের নিজের অনুভূতি প্রকাশ করার মত একটা মাধ্যম খুজছিলাম। আজকের এই প্রতিজোগিতায় এই মুভি নিয়ে আমি আমার মতামত তুলে ধরবো।



A good film is when the price of the dinner, the theater admission and the baby sitter were worth it. (johnson)



সিনেমাটি ট্রেলার যখন ছাড়া হয় তখন থেকেই আমি অপেক্ষায় ছিলাম কবে মুভিটি পুরোপুরি দেখতে পাব। সিনেমাটি দেখার পর মনে হয়েছে আমার অপেক্ষা সার্থক । আমার হিন্দি মুভি সবসময় দেখা হয় তবে সচরাচর এমন মান সম্মত মুভি দেখা হয়নি। মুভিটি দেখার পর কিছু সময়ের জন্য আবেগ আপ্লূত হয়ে পড়েছিলাম। কিছু কিছু মুভি আসলেই যে মনের গভিরে নাড়া দেয় এই মুভি তারই উদাহরন।


image.png

source



পরিচালকঅনুরাগ বসু।
মিউজিক ডিরেক্টরপ্রিতম চক্রবর্তী।
আই.এম.ডিবি রেটিং৮.১/১০
রোটেন ট্মেটো৮৬/১০০
আমার রেটিং৯/১০
প্রকাশ কাল১৩.০৯.২০১২


হিন্দি মুভিগুলো সাধারনত ডাউনলোড করেই দেখি আমি। তবে তার আগে আমিও কয়েকটি রিভিঊ পড়ে নিয়েছিলাম এই মুভিটির সম্পর্কে। তখন আমার অনুভূতি যেমনটা ছিল মুভিটি দেখার পর তার থেকেও বহুগুণ ভালো অনুভুতি হয় আমার। প্রতিটি চরিত্র নিজ নিজ জায়গা থেকে তার সেরাটা দিয়ে মুভিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।



আসলে সিনেমাটা নিয়ে লিখতে গেলে এই পোস্টটি অনেক বড় আকার ধারন করবে তাই আমি মুভিটি নিয়ে একেবারে সংক্ষেপে কিছু কথা তুলে ধরছিঃ

সিনেমার গল্প :

এই মুভিতে রনবির কাপুর অভিনয় করে একজন বোবা আর শ্রবন প্রতিবন্ধী হিসেবে মুভিতে তার নাম মারফি। তার এই জীবনের সাথে জড়িয়ে যায় আরেক প্রতিবন্ধী প্রিয়াঙ্কা চোপড়ার জীবন। যেখানে তিনি অভিনয় করেছেন ঝিলমিল চরিত্রে। এছাড়াও তাদের জিবনের সাথে জড়িয়ে পড়ে ইলিয়ানার জীবন মুভিতে তাকে দেখা যায় স্রুতি নামে। রনবীর তার অভিনয় দিয়ে শুরুর দিকে কিছুটা হাসির মুহূর্ত উপহার দিলেও সময় গড়াতে গড়াতে সামনে আসতে থাকে অপহরন ,খুনের মত লোমহর্ষক ঘটনাগুলো। সেই সাথে পর্দায় আসতে থাকে মানবতা আর আবেগের মুহূর্ত গুলো । এই মুহূর্ত গুলো যে কোন দর্শককে আবেগ আপ্লুত করে তুলবে


image.png

source



আমরা জারা সুস্থ স্বাভাবিক আছি আমাদের জীবনের অনেক অনুভূতি অনেক আবেগ আসে কিন্তু কিছু কিছু সময় এই আবেগ আর অনুভূতি গুলোর পিছনে জড়িয়ে থাকে লোভ, স্বার্থ, লালসা । কিন্তু একটা শিশুর আবেগ আর অনুভূতি অনেক পবিত্র এখানে আপনি লোভ বা লালসার লেশ মাত্র খুজে পাবেন না। তেমনি দুইজন প্রতিবন্ধি জখন একে অপরকে মন দিয়ে ভালোবেসে ফেলে আপনি সেখানেও কোন স্বার্থের গন্ধ খুজে পাবেন না। কারন তাদের কাছে এই দুনিয়ায় আর্থের থেকেও ভালোবাসা অনেক বড় হয়ে দাড়ায়। সমাজের সুস্থ মানুষেরা যখন এই ধরনের গল্প পড়ে বা সিনেমার পর্দায় বাস্তবে দেখে তখন অনেকের চোখ বেয়ে পানি পড়ে। কেননা এই ধরণের চরিত্র আমাদের চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায়। বারফি সিনেমাটি ঠিক তেমনি একটা সিনেমা।


image.png

source



দর্শকদের মনে আবেগের সঞ্চার করে মুভিকে হিট করার প্রবনতা প্রায় প্রতিটি হিন্দি মুভির পরিচালকদের মাঝেই দেখা যায়। মুলত বেশির ভাগ হিন্দি মুভি গুলো এভাবেই দর্শকদের হল মুখি করার চেস্টা করে থাকে ,তবে এই ক্ষেত্রে সবাই সফল হতে পারে না। কিন্তু বারফি মুভির পরিচালক দর্শকদের মনে জায়গা করে নিতে পুরোপুরি সফল হয়েছে। সিনেমাটি যতই শেষের দিকে যায় দর্শকদের ততই আবেগের সাগরে নিয়ে জেতে জেতে চোখ দিয়ে জল গড়াতে বাধ্য করে এই সিনেমাটি।


image.png

source



সিনেমায় রনবীর বোবা কালার যে অভিনয় করেছেন তা তার শক্তিশালী অভিনয় প্রতিভার কথা আরো একবার দর্শকদের কাছে পৌঁছে দেয়। সিনেমায় প্রিয়াঙ্কার অভিনয়ের কথা আমার মনে অনেক দিন দাগ কেটে থাকবে। প্রিয়াংকা এমনিতেই ভারতের অন্যতম একজন অভিনেত্রী কিন্তু এই সিনেমায় তার অভিনয় সিনেমার গল্পটিকে একেবারে প্রানবন্ত করে তুলেছে।
ইলিয়ানা নতুন অভিনেত্রী হিসেবে আমার কাছে মনে হয়েছে সে অনেক প্রতিভাবান। এছাড়াও দার্জিলিঙয়ের মতো মনোমুগ্ধকর পরিবেশ সিনেমার সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


image.png

source



আমার কাছে মনে হয়েছে ভারতের অন্যতম সেরা মুভিগুলির কাতারে এই মুভিটিকে রাখা জেতে পারে। আপনি যদি সিনেমাটি দেখতে বসেন তবে সিনেমা শেষ করার পর আপনার কাছে মনে হবে আপনি সময়টির উপযুক্ত ব্যবহার করেছেন।


image.png

source



সবাইকে ধন্যবাদ।


Sort:  

Shundor hoisa vai..

 4 years ago 

Thanks jan. 🥰🥰

দারুন একটা মুভি।

 4 years ago 

Asolei vi thik bolcen.

অনেক সুন্দর হয়েছে ভাই 💙

 4 years ago 

অনেক সুন্দর পোস্ট। সুন্দর লিখেছেন

 4 years ago 

Thanks vi for your complement.

 4 years ago 

Valo hoyeche. All the best.

 4 years ago 

Thanks vi.

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 86378.99
ETH 2207.65
USDT 1.00
SBD 0.94