Steem Bangladesh Contest - Movie review || My Movie review is About Barfi ||🎥🎬📽🍿
বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং নিরাপদে আছেন আর সবসময় স্টিমেটের এই দারুন প্ল্যাটফর্মটি উপভোগ করছেন।
A good film is when the price of the dinner, the theater admission and the baby sitter were worth it. (johnson)
সিনেমাটি ট্রেলার যখন ছাড়া হয় তখন থেকেই আমি অপেক্ষায় ছিলাম কবে মুভিটি পুরোপুরি দেখতে পাব। সিনেমাটি দেখার পর মনে হয়েছে আমার অপেক্ষা সার্থক । আমার হিন্দি মুভি সবসময় দেখা হয় তবে সচরাচর এমন মান সম্মত মুভি দেখা হয়নি। মুভিটি দেখার পর কিছু সময়ের জন্য আবেগ আপ্লূত হয়ে পড়েছিলাম। কিছু কিছু মুভি আসলেই যে মনের গভিরে নাড়া দেয় এই মুভি তারই উদাহরন।

পরিচালক | অনুরাগ বসু। |
---|---|
মিউজিক ডিরেক্টর | প্রিতম চক্রবর্তী। |
আই.এম.ডিবি রেটিং | ৮.১/১০ |
রোটেন ট্মেটো | ৮৬/১০০ |
আমার রেটিং | ৯/১০ |
প্রকাশ কাল | ১৩.০৯.২০১২ |
হিন্দি মুভিগুলো সাধারনত ডাউনলোড করেই দেখি আমি। তবে তার আগে আমিও কয়েকটি রিভিঊ পড়ে নিয়েছিলাম এই মুভিটির সম্পর্কে। তখন আমার অনুভূতি যেমনটা ছিল মুভিটি দেখার পর তার থেকেও বহুগুণ ভালো অনুভুতি হয় আমার। প্রতিটি চরিত্র নিজ নিজ জায়গা থেকে তার সেরাটা দিয়ে মুভিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
আসলে সিনেমাটা নিয়ে লিখতে গেলে এই পোস্টটি অনেক বড় আকার ধারন করবে তাই আমি মুভিটি নিয়ে একেবারে সংক্ষেপে কিছু কথা তুলে ধরছিঃ
সিনেমার গল্প :

আমরা জারা সুস্থ স্বাভাবিক আছি আমাদের জীবনের অনেক অনুভূতি অনেক আবেগ আসে কিন্তু কিছু কিছু সময় এই আবেগ আর অনুভূতি গুলোর পিছনে জড়িয়ে থাকে লোভ, স্বার্থ, লালসা । কিন্তু একটা শিশুর আবেগ আর অনুভূতি অনেক পবিত্র এখানে আপনি লোভ বা লালসার লেশ মাত্র খুজে পাবেন না। তেমনি দুইজন প্রতিবন্ধি জখন একে অপরকে মন দিয়ে ভালোবেসে ফেলে আপনি সেখানেও কোন স্বার্থের গন্ধ খুজে পাবেন না। কারন তাদের কাছে এই দুনিয়ায় আর্থের থেকেও ভালোবাসা অনেক বড় হয়ে দাড়ায়। সমাজের সুস্থ মানুষেরা যখন এই ধরনের গল্প পড়ে বা সিনেমার পর্দায় বাস্তবে দেখে তখন অনেকের চোখ বেয়ে পানি পড়ে। কেননা এই ধরণের চরিত্র আমাদের চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায়। বারফি সিনেমাটি ঠিক তেমনি একটা সিনেমা।

দর্শকদের মনে আবেগের সঞ্চার করে মুভিকে হিট করার প্রবনতা প্রায় প্রতিটি হিন্দি মুভির পরিচালকদের মাঝেই দেখা যায়। মুলত বেশির ভাগ হিন্দি মুভি গুলো এভাবেই দর্শকদের হল মুখি করার চেস্টা করে থাকে ,তবে এই ক্ষেত্রে সবাই সফল হতে পারে না। কিন্তু বারফি মুভির পরিচালক দর্শকদের মনে জায়গা করে নিতে পুরোপুরি সফল হয়েছে। সিনেমাটি যতই শেষের দিকে যায় দর্শকদের ততই আবেগের সাগরে নিয়ে জেতে জেতে চোখ দিয়ে জল গড়াতে বাধ্য করে এই সিনেমাটি।


আমার কাছে মনে হয়েছে ভারতের অন্যতম সেরা মুভিগুলির কাতারে এই মুভিটিকে রাখা জেতে পারে। আপনি যদি সিনেমাটি দেখতে বসেন তবে সিনেমা শেষ করার পর আপনার কাছে মনে হবে আপনি সময়টির উপযুক্ত ব্যবহার করেছেন।

Shundor hoisa vai..
Thanks jan. 🥰🥰
দারুন একটা মুভি।
Asolei vi thik bolcen.
অনেক সুন্দর হয়েছে ভাই 💙
অনেক সুন্দর পোস্ট। সুন্দর লিখেছেন
Thanks vi for your complement.
Valo hoyeche. All the best.
Thanks vi.