গ্ৰাম অঞ্চলে বসন্তের ছোয়া
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং
দীর্ঘ এক বছর পর আবার চলে এসেছে ঋতু রাজ বসন্ত কাল।আর এই বসন্ত কাল চারদিকের প্রকৃতিতে লেগেছে নতুন রঙ্গের ছোয়া। আকাশে বাতাসে বসন্তের রং বয়তেছে। মানুষের মনে ও লেগেছে বসন্তের হাওয়া। বসন্ত কাল উপলক্ষে চলছে সারাদেশের মধ্যে চলছে বিভিন্ন ধরনের উদযাপন। গাছে গাছে বিভিন্ন ধরনের ফুল ফলের মেলা লেগে গিয়েছে।পশু পাখিরা ও বসন্ত কাল কে স্বাগত জানাচ্ছে তাদের কিচিরমিচির শব্দের মাধ্যমে। ঋতু রাজ বসন্ত কাল কে স্বাগত জানার জন্য প্রকৃতি আজ এক ভিন্ন রূপে সেজে উঠেছে।গ্ৰামে গ্ৰামে চলছে বসন্ত উৎসবের আমেজ।
শীতকাল জুড়ে গাছ পালার পাতা গুলো ঝড়ে পড়ে গিয়েছে।আর এই ঝড়ে পড়া গাছ পালা গুলোর পাতা এনে দেয় বসন্ত কাল। বসন্ত কাল এসে প্রকৃতি কে এক অপরূপ সৌন্দর্যে সেজে তুলে।এক ঋতু গাছ পালার পাতা ঝড়ায়, আবার অন্য ঋতু এসে গাছ পালা গুলো কে নতুন পাতা উপহার দিয়ে এক অন্যরকম সৌন্দর্যে প্রবাহিত করে। প্রতিটি ঋতু আমাদের চারপাশের পরিবেশের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসে , কিন্তু এই বসন্ত ঋতু প্রকৃতি সজ্জিবিত করে থাকে।ছয় ঋতু ছয় রকম সৌন্দর্য আমাদের কে উপহার দিয়ে থাকে। আমরা দীর্ঘদিন ধরে এই বসন্ত ঋতুর জন্য অপেক্ষা করছিলাম, দীর্ঘ দিন অপেক্ষা করার পর আমাদের নিকট বসন্ত ঋতু চলে আসে এক নতুন উপহার নিয়ে।
বসন্ত ঋতু কে সামনে পেয়ে বাংলার কৃষকেরা মাঠে মাঠে মধুর সুরে গান গাইতেছে আর কাজ করছে। বসন্ত কালের শুরু থেকেই গ্ৰাম এলাকার মাঠে ঘাটে ইরি ধান রোপনের কাজ শুরু হয়ে যায়।গ্ৰামের কৃষকেরা একতাবদ্ধ হয়ে মাঠে কাজ করে। আমার কাছে ধান রোপণের কাজ গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে বর্তমানে বেশিরভাগ মাঠের ধান রোপণের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, আর অল্প কিছু পরিমাণ মাঠে ধান রোপণের কাজ বাকি আছে, তবে তা অল্প কিছু দিনের মধ্যেই সব মাঠে ধান রোপণের কাজ শেষ হয়ে যাবে। আসলে বসন্ত কাল প্রকৃতির সব কিছু সতেজ করে তোলে। আপনারা ধান ক্ষেতের দৃশ্য গুলো দেখলে বুঝতে পারবেন, প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর।
উপরের চিত্রটির দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এটি একটি শিমুল ফুল।এই ফুল গুলো সাধারনত বসন্ত কালের শুরুতে শিমুল গাছের মধ্যে হয়ে থাকে। শিমুল গাছের ঝড়ে পড়া পাতার ডালের মধ্যে এই শিমুল ফুল হয়ে থাকে।আর এই শিমুল ফুল গুলো রক্তের মতো লাল হয়ে থাকে। শীতকালে শিমুল গাছের পাতা ঝড়ে পড়ে যায় এবং বসন্ত কালের শুরুতে এই শিমুল ফুল গাছে গাছে দেখতে পাওয়া যায়। আসলে শিমুল গাছ গুলো গ্ৰামের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, শহর এলাকার মধ্যে তেমন একটা নেই।আর অল্প কিছু দিনের মধ্যেই ফুল গুলো শুকিয়ে এক ধরনের তুল বের হয়। আপনারা যারা এই ফুলের সাথে সুপরিচিত তারা হয়তো এই বিষয়ে অবগত আছেন।
উপরের চিত্রটির দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, এটি একটি বসন্ত উৎসবের অনুষ্ঠান।গ্ৰাম এলাকায মূলত বসন্ত কালের প্রথম দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে।আর এই অনুষ্ঠান কে ঘিরেই আমাদের গ্ৰাম এলাকার মানুষেরা বিভিন্ন ধরনের ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে, এছাড়াও রাতের বেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঠিক তেমনি ভাবে বসন্ত কালের প্রথম দিন আমাদের গ্ৰামের মধ্যে একটি ছোট ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর এই আয়োজনের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের কে পুরুস্কৃত করা হয়েছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://twitter.com/riyad_xx2/status/1761260530264883319?t=qAXgyIdFKELGdJ97TMuoOw&s=19
গ্রাম অঞ্চলের বসন্ত ছোঁয়া সত্যি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে।
ছোটবেলায় বসন্ত মানে আমিও শিমুল গাছের এই ফুলকেই বুঝতাম।
শিমুল গাছের ফুলের ফটোগ্রাফি দারুন ভাবে করেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো।
আসলে আমি দুই বছর আগে ঋতু সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না আমার। এখন আস্তে আস্তে সকল ঋতুর সকল বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছি। আমার ফটোগ্রাফী গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে ধন্যবাদ ভাইয়া।
গ্রাম বাংলার বসন্তের রূপ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আসলেই বসন্তের আগমন গ্রাম বাংলাকে, অপরূপ সাজে সাজিয়ে তোলে। গ্রাম অঞ্চলে বসন্তের শিরোনামে আপনার লেখা ও ছবিতে তা দারূণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ফুল সহ শিমুল গাছের ছবি ও কৃষি শ্রমিকদের ইরি ধান রোপনের দৃশ্য অসাধারণ হয়েছে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি আজকে গ্ৰাম এলাকার বসন্ত কালের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আসলে শহরের থেকে গ্ৰামে বসন্ত কালে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। বর্তমান একজন শহরের লোক গ্ৰামের মধ্যে আসলে বুঝতে পারবে গ্ৰামের পরিবেশ কত সুন্দর।
আসলে বসন্তের আগমনে গ্রাম অঞ্চলে ভিন্নরকম রূপ দেখতে পাওয়া যায়। যদিও এটি শহরে তেমন একটা উপলব্ধি করা যায় না। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
শীতের শেষে বসন্তের আগমন। বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বসন্ত সবারই অনেক প্রিয়। বসন্তের আগমনের সময় সবকিছুই পরিবর্তন হয়। আর বসন্ত ছোঁয়া মানুষের মনকে আনন্দ দেয়। আপনি আজকে বসন্ত নিয়ে খুবই চমৎকার। আপনার লেখাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। গ্রাম অঞ্চলের বসন্তকালের ভাবটা বেশি বোঝা যায়। গ্রাম অঞ্চলে বসন্ত ছোঁয়া নিয়ে আপনার লেখাগুলো পড়ে মুগ্ধ হয়েছি ধন্যবাদ শেয়ার করার জন্য।
শহর অঞ্চলের মানুষদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এরা বসন্তের প্রথম দিন ভালোভাবে উদযাপন করে কিন্তু তারপরে খুব একটা ভালো বসন্তের মুহূর্ত শহর অঞ্চলে দেখা যায় না। আর এদিক থেকে লক্ষ্য করলে গ্রাম অঞ্চল সবসময়ই ভিন্ন বসন্তকালের শিমুল গাছে ফুল ফোটে সেইসাথে কৃষকেরা মাঠে ধান চাষ করে এই মুহূর্তটা দেখতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। গ্রাম অঞ্চলের বসন্তকাল সবসময়ই ভিন্ন আর এই সময়টা একমাত্র তারাই ভালোভাবে উপভোগ করতে পারে যারা গ্রামে বসবাস করে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া, শহরের লোকেরা বসন্ত উপলক্ষে ঠিকই উৎসব আনন্দ করছে কিন্তু গ্ৰামের মত এতো সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারছেন না তারা।
শিমুল ফুল আমাদের এলাকায় পাকড়ার ফুল নামে পরিচিত। এখন ফাল্গুন মাস এই সময় শিমুল ফুল ফোটে কিন্তু আজ পর্যন্ত আমার চোখে বাঁধেনি। কবে কখন জানো মোটরসাইকেল রানিং করার মুহূর্তে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। জয় হোক বেশ ভালো লাগলো সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন কিন্তু।
বসন্ত এখন সব জায়গায় তার ছোয়া দিয়ে যাচ্ছে৷ প্রতিনিয়ত বসন্তের বাতাস, আবহাওয়া তার সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করে যাচ্ছে৷ তবে শহরের থেকে গ্রামেই বসন্তের আভাস বেশি দেখা যায়। আর যারা গ্রামে বসবাস করে তারাই বুঝতে পারে এই প্রকৃতির কি সৌন্দর্য। অনেক ভালো লাগল আপনার এই পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ।