গ্রাম বাংলার বসন্তের রূপ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আসলেই বসন্তের আগমন গ্রাম বাংলাকে, অপরূপ সাজে সাজিয়ে তোলে। গ্রাম অঞ্চলে বসন্তের শিরোনামে আপনার লেখা ও ছবিতে তা দারূণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ফুল সহ শিমুল গাছের ছবি ও কৃষি শ্রমিকদের ইরি ধান রোপনের দৃশ্য অসাধারণ হয়েছে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি আজকে গ্ৰাম এলাকার বসন্ত কালের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আসলে শহরের থেকে গ্ৰামে বসন্ত কালে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। বর্তমান একজন শহরের লোক গ্ৰামের মধ্যে আসলে বুঝতে পারবে গ্ৰামের পরিবেশ কত সুন্দর।