টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

in #sports7 years ago

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম পর্বটা ভালো হয়নি বাংলাদেশের। দুটি টেস্টেই বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। টেস্টের পর এবার ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের মুখোমুখি হবে লাল-সবুজের দল। এর আগে আজ দেশটির আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠে নেমেছে মাশরাফি বিন মতুর্জার দল। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক দলটির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই ম্যাচে নেই তামিম ইকবাল।

প্রস্তুতি ম্যাচে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। তবে ডি ভিলিয়ার্স-জেপি ডুমিনির মতো তারকারা এই ম্যাচে খেলবেন।

ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচের টস ভাগ্যটা যায় বাংলাদেশের পক্ষে। তবে এবার ব্যাটিং নিতে মোটেও দেরি করেননি টাইগার অধিনায়ক মাশরাফি। টেস্ট সিরিজের দুটি ম্যাচেই টস জিতেছিল বাংলাদেশ। তবে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দুবারই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.030
BTC 81979.25
ETH 1618.09
USDT 1.00
SBD 0.82