Sports NewssteemCreated with Sketch.

in #sportslast year

আজকের নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের খেলা হচ্ছে। আফগানিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। নিউজিল্যান্ডের প্রথমে শুরুটা অনেক ভালই হয়েছিল। দ্বিতীয় ওভারে নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যান ক্যাচ উঠাইছিলো কিন্তু আফগানিস্তান খেলোয়ার ক্যাস ধরতে পারেন নি। বর্তমানে ৪৭ ওভার ১ বলে ২৫২ রানে ৫ উইকেট চলে গিয়েছে৷ আজকে পিসের অবস্থা অনেক খারাপ। পঞ্চম উইকেটে ১৪৪ রানের পার্টনারশিপ করেছে। কেবল একটি উইকেট গেল। আজকের ম্যাচটি অনেক ভালো হবে মনে হয়। আমও চাচ্ছি যেন নিউজিল্যান্ড ম্যাচটি হারে। আমি আজকে আফগানিস্তানের সমর্থন করতেছি।

1000002421.jpg

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97752.40
ETH 3582.53
SBD 1.59