জিম্বাবুয়ে দল

in #sports6 years ago

জিম্বাবুয়ে দলের রেটিং পয়েন্ট বর্তমানে 56 আর বাংলাদেশের রেটিং পয়েন্ট 92। অর্থাৎ বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে অনেক রেটিং রে এগিয়ে আছে বাংলাদেশ বর্তমান রেংকিং এর অবস্থান হচ্ছে সাত।

বাংলাদেশ যদি 3-0 তে সিরিজ জিতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এক বাড়বে। আর বাংলাদেশ যদি জিম্বাবুয়ের কাছে একটি ম্যাচ হারে তার জন্য তিন পয়েন্ট করে কমবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রেংকিং এর জন্য জিম্বাবুয়ে সিরিজ টা অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি জিম্বাবুয়ে সিরিজ যদি বাংলাদেশ খারাপ খেলে তাহলে তাদের আত্মবিশ্বাসে চিড় ধরবে যেটা তাদের এশিয়া কাপে অপল্লো সেটাকে কিছুটা ম্লান করে দিবে।

তবে সাকিব-তামিম ছাড়া বাংলাদেশের মাঠে নামবে তাতেও আমি আত্মবিশ্বাসী যে ঘরের চেনা মাঠে নতুনরা অনেক ভালো করবে। বিশেষ করে লিটন তার ফরমটি বজায় রাখবে আর জিরো রানে আউট হবে না। আপনি কি জানেন লিটন যেদিন শূন্য রানে আউট হয় সেদিন বাংলাদেশ সেই ম্যাচটি জিতে যায় লিটন যতগুলো ম্যাচে জিরো রান করেছে সবগুলো ম্যাচে জিতে গেছে বাংলাদেশ।

যদিও এমন পরিসংখ্যান কেউই চাইবেনা তারপরও আমি আশা করি যে লিটন তার এই পরিসংখ্যানটি বদলে দিবে এবং সে যে দিন ভালো ইনিংস খেলবে সেদিন বাংলাদেশ জিতবে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 84888.97
ETH 1655.21
USDT 1.00
SBD 0.76