অনেকদিন অপেক্ষা করতে হবে

in #sports6 years ago

যারা ফুটবল প্রেমিক তাদের জন্য একটি দুঃসংবাদ কারণ বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ শুরু হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে কিছুদিন আগেই একটি টুর্নামেন্ট শেষ হয়েছে যেখানে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। শক্তিশালী দলগুলোকে নিয়ে বাংলাদেশ মোটামুটি ভালই করেছে।

বাংলাদেশের ইচ্ছা ছিল ভুটানের সাথে এবং শ্রীলংকার সাথে দেশীয় সিরিজ খেলার। কিন্তু ভুটানের সম্মতি না থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশ প্রস্তাব দেয় শুধু শ্রীলঙ্কাকে খেলার কিন্তু হট শ্রীলঙ্কাতে যে রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতা তৈরি হয়েছে শ্রীলংকা শুরুর দিকে রাজি থাকলেও বর্তমানে নয় খেলতে।

যদি শ্রীলংকা না আসে এবং বাংলাদেশ যদি আর কোন ম্যাচ আয়োজন করতে না পারে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সে ক্ষেত্রে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে 2019 সালের মার্চ মাস পর্যন্ত কারণ চেয়ে সূচি দিয়েছে তাতে বাংলাদেশের খেলা 2009 সালের মার্চ মাসে প্রায় চার থেকে পাঁচ মাসের মতো আমাদের এখনো ওয়েট করতে হবে তবে আমি আশাবাদী দেশের ফুটবল ফেডারেশন খুব তাড়াতাড়ি একটি ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67