বাংলাদেশ প্রথম ইনিংসে ২৪৫ রান করেছেsteemCreated with Sketch.

in #sportslast year

আজকে ১৩ অক্টোবর রোজ শুক্রবার। আজকে শুক্রবার। আজকে আমাদের মুসলমানদের হজের দিন বলা হয়৷ বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। আজকে এই সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলা। খেলটি শুরু হয়েছিলো বাংলাদেশ সময় দুপুর ২.৩০ টায়৷ খেলায় বাংলাদেশ প্রথম ব্যাটিং করে ২৪৫ রান করেছিলো।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০ ওভারে ২৪৫ রান ৯ উইকেটে করেছিলো৷ প্রথম দিকে বাংলাদেশের অবস্থা খারাপ ছিলো। ১২ ওভার ১ বলে ৫৬ রানে ৪ উইকেট পরে গিয়েছিলো৷ তারপর সাকিব ও মুশফিক দুইজনে ৯৬ রানের পার্টনারশিপ করেছিলো ১০৬ বলে৷ ৫ নাম্বার উইকেটে সাকিব ৫১ বলে ৪০ রান করে আউট হয়৷ শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ এর ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ ২০০ রান পার করে ২৪৫ রান করছে৷

বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১.২ বলে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করছে৷ নিউজিল্যান্ডের জেতার জন্য আর ১৮ ওভার ৪ বলে ৯২ রান প্রয়োজন।

নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে যাবে।

1000000535.jpg

1000000536.jpg

1000000537.jpg

1000000538.jpg

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 95444.49
ETH 3354.43
USDT 1.00
SBD 3.15