খেলাsteemCreated with Sketch.

in #sportlast year

আজকে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার খেলা ছিল। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে এতটা ভালো খেলতে পারতেছিল না। আজকে পাকিস্তানের সাথে ভালো খেলেছে। তারা পাকিস্তানের সাথে ৩৬৭ রান করেছিল। আজকে ডেভিড ওয়ার্নার ও মিসেল মার্স অনেক ভালো খেলেছে। তারা দুইজন মিলে ২৫৯ রানের জুটি করেছিলো৷ তাদের রানের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া আজকে অনেক রান করেছে। তারা দুজন যদি ভালো না খেলতে হয়ত অস্ট্রেলিয়া এতগুলো রান করতে পারত না। আজকে অস্ট্রেলিয়া বোলিং ও ভালো করেছে কিন্তু প্রথম দিকে অতটা ভালো বল করতে পারে নাই কিন্তু পরের দিকে ভালো কল করে অনেক ভালো। আজকে জামবাটা চারটি উইকেট পেয়েছে। আজকে ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে ডেভিড ওয়ার্নার। খেলা দেখতে আমার ভালোই লাগে। আমি বসে বসে খেলা দেখে থাকি মাঝে মাঝে নাটক দেখি মাঝে মাঝে কার্টুন দেখি। খেলা দেখি। সব সময় খেলা দেখতে অতটা ভালো লাগে না যখন খেলা দেখতে ইচ্ছা করে তখন খেলা দেখি নাহলে খেলা দেখি না। আচ্ছা মেসো অনেক ভালো হয়েছে টানটান উত্তেজনা খেলা গুলো আমার ভালো লাগে। তাই এই খেলাগুলো আমি দেখি। কিছুদিন আগে আফগানিস্তানের ম্যাচ অনেক ভালো হয়েছিল। সেদিন খাওয়া সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডের ম্যাচও অনেক ভালো হয়েছে। নেদারল্যান্ড ম্যাচে জিতেছিল।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 95444.49
ETH 3354.43
USDT 1.00
SBD 3.15