শ্রী শ্রী নাম সাধনই তাই কলিযুগের যুগ ধর্ম
ভারতের আর্য ঋষিগন ধর্ম সম্মন্ধে যে বানী প্রচার করিয়া গিয়াছেন তাহার অধিক আর কাহারও কিছু বলিবার নাই; তবে যুগে যুগে মহাপুরুষগন অবতীর্ণ হইয়া সে যুগের উপযোগী সাধন সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করাইয়া দেন।
শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগী সাধন সকলকে স্মরণ করাইয়া দিবার জন্যই অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী শ্রী নাম সাধনই তাই কলিযুগের যুগ ধর্ম ।নিষ্ঠা, সহিষ্ণুতা ও অধ্যাবসায়ের সঙ্গে এই নাম সাধন করিতে পারিলেই সর্বসিদ্ধি লাভ হয়। ---পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।