Sort:  

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনাদেনা.

খুব কস্ট লাগে গানটি শুনলে।একদম কলিজায় গিয়ে দাগ কাটে।জদি একবার কেউ বুঝত তবে এমন টি আর হত না

বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে...........39714765_1899246386821261_4209350988424806400_n.jpg

যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় আহা ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসেরশ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়42085497_1980958931958112_7133727536608968704_n.jpg

তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে

তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি...40617618_1791401017623070_4899271453699997696_o.jpg

চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে. তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে39269508_697983740535639_5723781260430540800_o(1).jpg39127269_459891031156237_3157956197093474304_n.jpg

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি - আহা নতুন নামে ডাকবে মোরে, বাধবে নতুন বাহু-ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি. তখন আমায় নাইবা মনে রাখলে39196668_1229836413822972_4779990986300325888_n(1).jpg তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 90813.06
ETH 2255.77
SBD 0.84