You are viewing a single comment's thread from:

RE: আমারো পরানো যাহা চায়

in #songs7 years ago

কাঁদিস না জান আমি তোর কাঁন্না সইতে পারি না তাই তোর থেকে অনেক দুরে চলে এলাম তুই কাঁদলে তোর মায়া ভরা মুখটা,,? আমার চোঁখের সামনে ভেসে উঠে খুব কষ্ট ভালো থাকিস আমার জান পাখি ময়ন/ ...

Sort:  

কদমও গুচ্ছ খোপায়ে জড়ায়ে দিয়ে জল ভরা মাঠে নাচিবো তোমারও সাথে যদি মন কাঁদে চলে এসো এক বরষায়।

যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষ এসো ঝর ঝর বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায় ।

যদিও তখন আকাশ থাকবে বৈরি কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।। উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ছলকে ছলকে নাচিবে বিজলী আরো তুমি চলে এসো, চলে এসো এক বরষায়

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।। কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়

যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 93797.21
ETH 1775.60
USDT 1.00
SBD 0.85