ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা

in #song7 years ago

"ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না।
হঠাৎ এসে যদি বৈশাখি ঝড়
ভেঙে দেয় গানের আসর
তবু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না।
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে কানের নুপূর
যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91713.09
ETH 3128.30
USDT 1.00
SBD 3.18