আজি পড়িছে মনে মম কত কথা।

in #song6 years ago

বঁধু এমন বাদলে তুমি কোথা?
আজি পড়িছে মনে মম কত কথা।

গিয়াছে রবি শশী গগন ছাড়ি,
বরষে বরষা বিরহ-বারি;
আজিকে মন চায় জানাতে তোমায়
হৃদয়ে হৃদয়ে শত ব্যথা।

দমকে দামিনী বিকট হাসে;
গরজে ঘন ঘন, মরি যে ত্রাসে।
এমন দিনে হায়, ভয় নিবারি,
কাহার বাহু ‘পরে রাখি মাথা।।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 97690.56
ETH 3625.08
USDT 1.00
SBD 2.68