some photography of mine

in #some8 months ago
আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার সুস্থতা কামনা করি আমি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমার ফুলের ফটোগ্রাফি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

20230912_105635.jpg

20230912_105634.jpg

20230912_105633.jpg

20230912_105631.jpg

আমাদের বাড়িতে একটা খেলার আয়োজন করা হয়েছে খেলার কিছু সামগ্রিক আনতে আমি বাজারে যায় বাজারে গিয়ে কেনাকাটা করতে দোকানে যাই ওখানে পাশে দেখতে পাই একটা সুন্দর ফুল গাছ। গাছ টি দেখে আমি কেনাকাটা বাদ দিয়ে ফুল গাছটি ফটোগ্রাফি করে ফেললাম ফুল গাছটি অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। আমার কাছে অসম্ভব ভালো এ ফুল গাছটি ।

20230912_105630.jpg

20230912_105628.jpg

আমার কাছে এত বেশি ভালো আমি তাড়াতাড়ি ফুল গাছটার ফটোগ্রাফি করে ফেললাম । আমার কাছে মিষ্টি লেগেছে । আমার চোখ জুড়ে গেছে এ ফুল গাছটি দেখে। আমার মন ভরে গেছে এ ফুল টি দেখে
ফুল গাছটি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল অসাধারণ সুন্দর। পরিবেশটা ও সুন্দর বেশি সুন্দর ছিল। আশ পাশটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল । ফুল গাছটি আমার কাছে চমৎকার সুন্দর লাগলো ।

এ ফুল গাছটি আমি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আমার কাছে এত ভালো লাগলো। আর চমি ভাবতেছি বাসায় গিয়ে সবাই কে দেখাবো এ ফুল গাছটির ফটোগ্রাফি । তাদের কাছে ও ভালো লাগবে এ ফুল গাছটি আর তারা যেন বলে আমাদের কাছে ও ভালো লাগছে এ ফুলটি। আমার কাছে দারুণ সুন্দর লেগেছে।

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টের বিবরণ:-
বিভাগপোস্ট।
ডিভাইসrealme
বিষয়ব্লগ
লোকেশনঢাকা, বাংলাদেশ।
কভার@username91

_
_

🙎‍♂️ "চলুন পরিচিত হয়েনি " 🙎‍♂️
FB_IMG_15815213031904387.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @username91 আমি একজন বাংলাদেশী। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমার শখের বিভিন্ন সেট আছে যা আমাকে সৃজনশীলভাবে নিযুক্ত রাখে এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, যা আমাকে বিভিন্ন জগতে এবং চ্যালেঞ্জের মধ্যে ডুব দিতে দেয়। ক্রিকেট আমার আরেকটি আবেগ; এটি শুধুমাত্র একটি খেলা নয়, ফিট থাকার এবং দলের মনোভাব উপভোগ করার একটি রোমাঞ্চকর উপায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আমার ভালবাসা আমাকে ক্যাপচার করতে এবং সুন্দর মুহূর্তগুলি তৈরি করতে দেয়, সাধারণ দৃশ্যগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করে। আমার ব্লগের মাধ্যমে, আমি আমার গেমিং অভিজ্ঞতা, ক্রিকেট অ্যাডভেঞ্চার, এবং ভিজ্যুয়াল গল্প বলা, অনুপ্রাণিত করার আশায় এবং অন্যদের সাথে যারা একই ধরনের আগ্রহ শেয়ার করে তাদের সাথে সংযোগ স্থাপন করি।আল্লাহ হাফেজ। 💥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67