সদাকাহ বা দান করা

in #sodakah7 years ago

সদাকাহ বা দান করা

রমাযান মাসে যে সকল কর্ম করা মুসলিমের জন্য অধিকতর কর্তব্য, তার মধ্যে সদকাহ বা দান করা অন্যতম। সময়ের মর্যাদা গুণে রমাযান মাসে দানের পৃথক মাহাত্ম্য ও বৈশিষ্ট্য রয়েছে। এ কারণেই আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) অন্যান্য মাসে সবার চাইতে বেশী দান করতেন; কিন্তু সবচেয়ে বেশী দান করতেন এই রমাযান মাসে। আর এমনিতে তিনি কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ূ থেকেও অধিক দানশীল ছিলেন।[1]

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘যে ব্যক্তি (তার) বৈধ উপায়ে উপার্জিত অর্থ থেকে একটি খেজুর পরিমাণও কিছু দান করে - আর আল্লাহ তো বৈধ অর্থ ছাড়া অন্য কিছু গ্রহণই করেন না - সে ব্যক্তির ঐ দানকে আল্লাহ ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তা ঐ ব্যক্তির জন্য লালন-পালন করেন যেমন তোমাদের কেউ তার অশব-শাবককে লালন-পালন করে থাকে। পরিশেষে তা পাহাড়ের মত হয়ে যায়।’’[2]

[1] (দ্রঃ বুখারী ৬, মুসলিম ২৩০৭নং) [2] (বুখারী ১৪১০নং,

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94273.69
ETH 3241.39
USDT 1.00
SBD 6.98