নেশা থেকে বিরত থাকুন ,সুন্দর সমাজ গড়ুুুুন

in #society7 years ago

আজ আমাদের দেশে অনেকে নেশা গ্রস্ত হচ্ছে । কন্তু এই নেসা গ্রস্ত আস্তে আস্তে জুবক ছেলে রা করা শুরু করেছে। নেশা গ্রস্তরা সমাজের অশান্তির কারন। এরা সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে। আজ যারা স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্র রা যদি আইভাবে নেশা করে । তাহলে দেশে ভবিষ্যৎ অন্ধকার। 

আইনেশা গ্রস্ত বাক্তিরা না পারে কিছু করতে সুধু পারে মানুষকে অশান্তির মুখে ঠেলে দিতে। মানুকে হইরানি করতে। বর্তমানে এর কাজ দিন দিন বারতেচে। সমাজ এবং দেশ অনেক খারাপের দিকে চলে জাসসচে। আজ যদি দেশের সরকার এই বিষয়টা সমাধান করতে চাই তাহলে অনেক টা সমাধান করতে পারে। কিন্তু সেটি করা হচ্ছে না।  আজ সন্ধ্যা রাতে কোথাও বের হওয়া যাই না। বের হলেই অনেক খতির সম্মুকিন হতে হই। এই বখাটে পলাদের হাতে জিম্মি হতে হই। সব কিছু ছিনিয়া নেই। নিজে তো কিছু করবেনা অন্নের টাকা ছিন্তাই করবে। আজ সমাজ কত নিছে নেমে গেছে। ভাবতেই কষ্ট হই। 

আমার কথা গুলো বর্তমানের সাথে মিলাই দেখবেন।

আমার পোস্ট যদি ভাল লাগে কমেন করে জানাবেন। সবাই সুস্ত ও ভাল থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ
Sort:  

This post has received a 16.50 % upvote from @booster thanks to: @smsadman.

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 87493.15
ETH 2068.47
USDT 1.00
SBD 0.80