কিভাবে একটা ভালো স্মার্টওয়াচ কেনা যেতে পারে ?

in #smartwatcheslast year (edited)

একটা ভালো স্মার্ট ওয়াচ কেনার আগে বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেমন ব্যাটারি , ডিসপ্লে কতটুকু বড় হাতের সাথে সঠিকভাবে মানাচ্ছে কিনা আরো অনেক কিছু

ডিসপ্লে : একটা স্মার্টওয়াচের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তার ডিসপ্লে , ডিসপ্লে যদি খুব বেশি ছোট হয় তাহলে আপনি স্মার্টওয়াচে ব্যবহার করে কখনোই আনন্দ বা মজা পাবেন না | আবার ডিসপ্লে যদি অনেকটা বড় হয় তাহলেও আপনি কিন্তু হাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন না নানান রকম অসুবিধা পাবেন . তাই স্মার্ট ওয়াচ কেনার আগে অবশ্যই ডিসপ্লের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে

ব্যাটারি : ডিসপ্লের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট অফ দা ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হল ব্যাটারি | কারণ ডিসপ্লে ভালো সবকিছু ভালো কিন্তু আপনার স্মার্টওয়াচের ব্যাটারীতে চার্জ থাকে না , তাহলে কিন্তু আপনি ঘড়িটা পড়ে কখনোই শান্তিতে | আর তাই স্মার্ট ওয়াচ কেনার আগে অবশ্যই ব্যাটারি বিষয়টা মাথায় রাখতে হবে যেন ব্যাটারি সাইজ একটু বড় হয় যার কারণে চার থেকে পাঁচ দিন পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পান |

IMG_0337.jpg

সেন্সর : ব্যাটারির পরে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক থাকে সেটা হল সেন্সর , একটা স্পট আছে সাধারণত অনেকগুলো সেন্সর থাকে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেন্সর হলো হার্ট রেট সেন্সর এবং মোশন সেন্সর , হার্ট রেট সেন্সর এর মাধ্যমে আপনি আপনার রক্তের যে আপডাউন সেটা পরিমাপ করতে পারবেন , আর মোশন সেন্সর এর মাধ্যমে আপনি আপনার ডেইলি এক্টিভিটি রেকর্ড করতে পারবেন | তাই একটা স্মার্ট ওয়াচ কেনার আগে অবশ্যই চেক করে নিবেন যে এই ঘড়িটা তে কি কি ধরনের সেন্সর আছে

একটা স্মার্ট ওয়াচ কেনার আগে এই তিনটা বিষয় যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে একটা স্মার্টওয়াচ কিনেন তাহলে নিঃসন্দেহে আপনি একটা ভালো এবং স্মার্ট একটা স্মার্ট আছে কিনতে পারবেন , যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 82032.52
ETH 1781.68
USDT 1.00
SBD 0.66