Simp আসলে কি পুরুষের মধ্যে পড়ে?

in #simp2 years ago

Simp পুরুষদের সবচেয়ে বড় কাজ, যা তারা আজীবন করে যেতে চায়, সেটা হলো নারীদের সব কথাকে হ্যা তে হ্যা, না তে না বলা৷ এদের এমন আচরন করার মুল কারন হলো " শুধু একটিবার যদি সে আমাকে attention দেয়, শুধু একটি বার সে নারীর কাছ থেকে সমর্থন পাওয়া, এবং তাকে সে নারী তার আপন ভাববে, এমনকি সে নারীর সবচেয়ে বড় প্রেমিক হয়ে তাকে বিয়ে করে শুয়ে পড়া৷" এ লক্ষ্যের জন্য তারা তাদের পুরুষত্ব হারিয়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। এমনকি সে নারী তাকে না চাইলেও সে তার পিছনে, না হয় অন্য নারীর পিছনে ঘুরবে।

নারীরা এটাইপের পুরুষকে কুকুর ভাবে। আমি জানি কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা ট্রু৷ এ টাইপের পুরুষকে তারা তাদের পোষা কুকুর ভাবতেও পারে৷ কেননা কুকুর তার মনিব যা বলে, তা শুনে, শুধু একটু আদর পাওয়ার জন্য, একটু স্নেহ পাওয়ার জন্য৷ সেম জিনিসটা Simpরাও খুঁজে। শুধু তারা attention আর ওই মেয়ের চোখে ভাল হতে চায়। ব্যস

তাহলে নারীরা খুঁজে কোন ধরনের পুরুষকে? সত্যি বলতে Western media বা কালচার যতই masculinity কে toxic বলুক না কেন, দিনশেষে নারীরা এরকম masculinity সম্পর্ন পুরুষকে খুজে। তাদের স্বপ্নের পুরুষ হয় সেসব পুরুষ যাদের মধ্যে masculinity energyটা ভরপুর আছে, যাদের বডি আছে, যাদের স্বপ্ন আছে, এবং তারা সেটা পুরুনের জন্য রাতদিন পরিশ্রম করে৷ যারা তাকে ভুলটা বুঝিয়ে দিতে পারবে। সবচেয়ে বড় কথা, সে পুরুষের কাছে থাকলে সে নিজেকে সেফ ফিল করবে। এটাইপের পুরুষ কে মেয়েরা সবসময় খুজে৷ কথায় আছে, " নারী কি চায়, তা সে নিজেও জানে না"। যখন কোন নারী তার কথায় বসে উঠে এমন পুরুষকে পায়, দেখবেন সে পুরুষকে সে তত দ্রুততার সাথে ছেড়ে চলে যায়। যে পুরুষের মধ্যে Leadership টাইপের কোয়ালিটি থাকে, সে পুরুষ তত বেশি নারীকে আকৃষ্ট করে।

So Don't be a Simp.. Be The King of Your own Empire, Gain Knowledge, Be positive and focus on your goal.

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.037
BTC 97844.91
ETH 1850.73
USDT 1.00
SBD 0.86